X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টার হামলায় আরও এক সন্দেহভাজন গ্রেফতার

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৭, ১৫:১০আপডেট : ২৬ মে ২০১৭, ১৫:১১
image

বৃহস্পতিবার একটি বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রীয়করণ ইউনিট যুক্তরাজ্যের ম্যানচেস্টারে হামলার ঘটনায় নতুন করে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মস এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। এ নিয়ে ম্যানচেস্টারের হামলাকে কেন্দ্র করে সর্বমোট ১০ জনকে আটক করা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবারও সেন্ট হেলেনস, মারসিসাইডসহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

২২ মে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো ওই হামলায় ২২ জন নিহত আর ৬৪ জন আহত হয়। লিবীয় বংশোদ্ভূত ২২ বছরের তরুণ সালমান আবেদিকে হামলাকারী হিসেবে শনাক্ত করে ব্রিটিশ কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে নিরাপত্তা সূত্র দাবি করে, এটা এক ব্যক্তির সংঘটিত (লোন উলফ) হামলা। তবে মঙ্গলবার সেই অবস্থান থেকে সরে তারা হামলায় একাধিক মানুষের জড়িত থাকার সন্দেহের কথা জানায়।

আর সেই থেকেই অন্যান্য সন্দেহভাজনদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। সর্বশেষ আরও একজনকে আটক করার কথা জানিয়েছে তারা। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, এ নিয়ে মোট আটককৃতের সংখ্যা ১০ হলেও নিরাপত্তা হেফাজতে রয়েছে ৮ জনকে। বাকি দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সালমানের দুই ভাই ইসমাইল, হাশেম এবং তাদের বাবা রমজান রয়েছেন। ম্যানচেস্টার হামলার পরেরদিনই ইসমাইলকে গ্রেফতার করা হয়। আর এর পরে ইসলামিক স্টেট (আইএস)-র সঙ্গে জড়িত থাকা ও ত্রিপোলিতে হামলার পরিকল্পনা করার সন্দেহে হাশেম ও তার বাবা রমজান গ্রেফতার হন। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল জানিয়েছে, সালমানের গোটা পরিবারই জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে উইগানের একটি বাড়িতে পুলিশি অভিযানের কারণে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। এখন তারা আবার বাড়িতে ফিরেছেন।

ম্যানচেস্টারে সোমবার রাতের হামলার পর  ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আরও বড় ধরনের হামলার আশঙ্কা প্রকাশ করেন। হুমকির আশঙ্কা ‘তীব্র’ থেকে ‘সংকটপূর্ণ’ অবস্থায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেন তিনি। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাস্তায় রাস্তায় পুলিশকে সহযোগিতা দেওয়ার জন্য ৩৮০০ সেনা মোতায়েন করার কথা জানান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী।

/এফইউ/  

 

সম্পর্কিত
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি