X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ফিলিপাইনের আরেকটি শহরে কারফিউ জারি

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৭, ১৪:১৪আপডেট : ৩০ মে ২০১৭, ১৪:১৪
image

ফিলিপাইনের আরেকটি শহরে কারফিউ জারি

মারাউই শহরের পর ফিলিপাইনের ইলিগান শহরেও রাতের বেলা কারফিউ জারি করেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরটিতে অবস্থানরত সন্দেহভাজন জঙ্গিরা বেসামরিক নাগরিকদের ফাঁকে সেখান থেকে পালিয়ে যেতে পারে, এমন আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মারাউই শহরটির দুই লাখ নাগরিকের ৯০ শতাংশের বেশি মানুষ অন্যত্র পালিয়ে গেছেন। তবে তাদের অনেকেই ইলিগান শহরে আশ্রয় নিয়েছেন। তাই সেখানেও রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার।

শহরটির ফেসবুক পেজে পুলিশ জানায়, ‘কারফিউয়ের মাধ্যমে পুরো শহর অচল করে দেওয়া হচ্ছে না বরং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানান, মারউইতে পালিয়ে যাওয়ার সময় এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তার আঙুল থেকে বারুদের গন্ধ আসছিল বলে সরকারি কর্মকর্তা জানান।

সেনাবাহিনীকে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদি কেউ মনে করেন, আপনারা কোনও জঙ্গিকে মোকাবিলায় শারীরিকভাবে সক্ষম, তবে তাই করুন। তাদের আমাদের কাছে নিয়ে আসুন।’

ফিলিপাইনের ফোর্থ মেকানাইজড ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের প্রধান কর্নেল অ্যালেক্স আদুসো বলেন, ‘আমরা মারাউইর মতো কিছু আর হতে দিতে চাই না।’

উল্লেখ্য, মারাউই শহরে মউতে বিদ্রোহীদের হামলায় ৬০ জনেরও বেশি সন্দেহভাজন জঙ্গি, ২০ জন পুলিশ ও ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন।

/এমএইচ/এসএ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!