X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো মিসর-কাতার ফ্লাইট চলাচল

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৭, ১৫:২৭আপডেট : ০৬ জুন ২০১৭, ১৫:৩১
image

কাতার এয়ারওয়েজ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার অংশ হিসেবে কাতারের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে শুরু করেছে মিসর। গ্রিনিচ মান সময় মঙ্গলবার (৬ জুন) ভোর চারটা থেকে কাতারগামী সব বিমান চলাচল বাতিল করে দেশটি। মঙ্গলবার কাতারের সঙ্গে সৌদি আরব এবং বাহরাইনেরও ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্তটি কার্যকর করার কথা।

মঙ্গলবার থেকে কাতারের সঙ্গে ফ্লাইট চলাচল নিষিদ্ধ করার ঘোষনা দিয়ে মিসর জানায়, ‘পরবর্তী নোটিশ’ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে কাতারি বিমানগুলোকে অন্যান্য দেশে চলাচলের জন্য অপেক্ষাকৃত দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি দেশটির সংবাদমাধ্যম আল জাজিরার কাছে দাবি করেছেন, আন্তর্জাতিক সাগর পথ ও আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে এখনও বিশ্বের সঙ্গে তাদের যোগাযোগ অটুট আছে। নাম প্রকাশ না করে এক সোমালি কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, সোমবার কাতার এয়ারওয়েজের অন্তত ১৫টি ফ্লাইট সোমালিয়ার আকাশ পথ দিয়ে চলাচল করেছে, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

সোমবার জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ। সৌদি আরব ও বাহরাইনের ধারাবাহিকতায় মিসর, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া এবং ইয়েমেন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। ইয়েমেনে কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের আরব জোট থেকেও বাদ দেওয়া হয় কাতারকে। 

উল্লেখ্য, সোমবার (৫ জুন) পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে ৪৮ ঘণ্টার মধ্যে কাতারের রাজধানী দোহা থেকে কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় বাহরাইন। বাহরাইনে নিয়োজিত কাতারের কূটনীতিকদেরও ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয় ওই বিবৃতিতে। সংযুক্ত আরব আমিরাতও কাতারি কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশে ফিরে যেতে বলেছে।

মিসরের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তার সুরক্ষা নিশ্চিতে দেশটি নিজস্ব আকাশসীমা ও সমুদ্র বন্দর দিয়ে কাতারি পরিবহনের প্রবেশ বন্ধ রাখছে। সংযুক্ত আরব আমিরাতের বিমান ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে কাতারের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হবে। সৌদি আরবও কাতারের সঙ্গে তাদের সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে। দুই দেশের মধ্যে আকাশ ও নৌ পথে যান চলাচলও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। 

/এফইউ/









 

 

সম্পর্কিত
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল