X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গ্রেনফেলের অগ্নিকাণ্ডে পিছিয়ে গেল থেরেসা-ডিইউপি চুক্তি

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৭, ১৭:৪৩আপডেট : ১৪ জুন ২০১৭, ১৭:৫১
image

আরলিন ফস্টার ও খেরেসা মে
লন্ডনের আবাসিক ভবন গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে কনজারভেটিভ পার্টি ও ডিইউপির মধ্যকার সরকার গঠনের চুক্তিটি স্থগিত করা হয়েছে। ডিইউপি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার (১৪ জুন) চুক্তির ব্যাপারে ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারায় থেরেসা মের নেতৃত্বাধীন দল কনজারভেটিভ পার্টি। হাউস অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের জন্য কনজারভেটিভদের ডিইউপি’র এমপিদের সমর্থন প্রয়োজন। নির্বাচনে ডিইউপি পেয়েছে ১০টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে কনজারভেটিভদের প্রয়োজন ৮টি আসন। আর তাই সমর্থন নিশ্চিতে দলটির সঙ্গে সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ডাউনিং স্ট্রিট। ডিইউপি’র সঙ্গে একত্রিত হয়ে সরকার গঠনকে জোট সরকারের চুক্তি নয় বরং একে ‘কনফিডেন্স এন্ড সাপ্লাই’ চুক্তি হিসেবে উল্লেখ করেছে ডাউনিং স্ট্রিট। এ চুক্তির আওতায় বাজেটসহ এ ধরনের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে অপেক্ষাকৃত ছোট দলটি বড় দলটিকে সমর্থন দেবে। বিনিময়ে তাদের কিছু সুবিধা দেওয়া হবে।

বুধবার ডিইউপির সূত্রকে উদ্ধৃত করে বিবিসি জানায়, থেরেসা মেকে সরকার গঠন করতে দেওয়ার ব্যাপারে দুই সমঝোতার কাছাকাছি পৌঁছে গেছে এবং আলোচনায় কোনও ব্যাঘাত ঘটেনি। তবে লন্ডনের টাওয়ারে আগুনের ভয়াবহতার মধ্যে বুধবার সেই চুক্তি করাকে ‘অযথাযথ’ বলে মনে করা হচ্ছে।

চূড়ান্ত চুক্তিটি অন্তত এক সপ্তাহের জন্য পিছিয়ে যেতে পারে বলে উল্লেখ করেছে বিবিসি।

ডিইউপির সূত্র বিবিসিকে জানায়, থেরেসা মে এবং ডিইউপি নেতা আরলিন ফস্টারের মধ্যে মঙ্গলবার বৈঠক হওয়ার পর দুই পক্ষ চুক্তির শর্তগুলো চূড়ান্ত করার চেষ্টা করছে।

এদিকে ডাউনিং স্ট্রিটের এক সূত্র বিবিসিকে বলেন, চুক্তি ঘোষণার বিষয়টি ‘আমাদের জন্য’ বিলম্বিত হচ্ছে না।   

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যদি চুক্তি বিলম্বিত হয় তবে রানীর ভাষণও অন্তত এক সপ্তাহ বিলম্বিত হবে। মূলত আগামী সোমবার রানীর ভাষণ দেওয়ার কথা ছিল। চুক্তি হতে দেরি হওয়ার কারণে ব্রেক্সিট আলোচনাও বিলম্বিত হতে পারে।

/এফইউ/   

সম্পর্কিত
গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
সর্বশেষ খবর
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম