X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রিপাবলিকান কংগ্রেসম্যান গুলিবিদ্ধ

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৭, ১৮:৫২আপডেট : ১৪ জুন ২০১৭, ১৯:৩১
image

স্টিভ স্কালিস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (কংগ্রেসের নিম্ন কক্ষ) রিপাবলিকান হুইপ স্টিভ স্কালিস গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৪ জুন) সকালে ভার্জিনিয়ায় বেসবল খেলার অনুশীলন করার সময় এক দুর্বৃত্ত রাইফেল নিয়ে তার ওপর হামলা চালায়। তখন তিনি নিতম্বে গুলিবিদ্ধ হন। ওই বন্দুকধারীর হামলায় স্টিভ স্কালিস ছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) ন্যাশনাল পার্কে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বার্ষিক কংগ্রেসনাল বেসবল প্রতিযোগিতা হওয়ার কথা। আর এ খেলাকে সামনে রেখে আগেরদিন বুধবার যখন কংগ্রেসম্যানরা অনুশীলনে ব্যস্ত ছিলেন তখনই এক দুর্বৃত্ত রাইফেল নিয়ে তাদের ওপর গুলি ছুড়তে শুরু করে।

সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে আলেক্সান্দ্রিয়া পুলিশ। তবে সিনেটর মাইক লী ফক্স নিউজের কাছে দাবি করেছেন, বন্দুকধারী মারা গেছে। তিনি জানান, এক কর্মী একটি বেল্টকে ব্যান্ডেজের মতো পেঁচিয়ে স্কালিসের রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করে।

কংগ্রেসম্যানের ওপর হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘এ ট্র্যাজেডি নিয়ে আমরা গভীরভাবে মর্মাহত।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারও এ নিয়ে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ভার্জিনিয়ার সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে খোঁজখবর রাখছেন। আমরা ক্ষতিগ্রস্তদের নিয়ে ভাবছি এবং তাদের জন্য প্রার্থনা করছি।’   

টুইটে আলেক্সান্দ্রিয়া পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ডেল রে-এর ইস্ট মনরো স্ট্রিটে স্টিভ স্কালিসের ওপর ওই হামলা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় স্টিভ স্কালিসকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল আছে।

প্রতিনিধি পরিষদের সদস্য মো ব্রুকস মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন, বেসবল খেলার সময় তিনি থার্ড বেজে ছিলেন। তিনি দেখেন সেকেন্ড বেজে থাকা স্কালিস গুলিবিদ্ধ হয়েছেন। ব্রুকস জানান, ৫০ থেকে ১০০টির মতো গুলি ছোড়া হয়। 

৫১ বছর বয়সী স্কালিস হাউস মেজরিটি অর্থাৎ রিপাবলিকান হুইপ। ২০০৮ সাল থেকে লুইজিয়ানার প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টকে প্রতিনিধিত্ব করছেন তিনি। হাউস রিপাবলিকান স্টাডি কমিটির প্রধান স্কালিস বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে।

/এফইউ/

 

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
প্রবীণ সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু
‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা
‘লাকি সেভেন’ জার্সি ফিরে পেয়ে খুশি সানজিদা
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?