X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পর্তুগালে ভয়াবহ দাবানলে নিহত ৫৭, আরও প্রাণহানির আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০১৭, ১৫:১২আপডেট : ১৮ জুন ২০১৭, ২০:২৫
image

আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা পর্তুগালের ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির সরকার জানিয়েছে, আগুন লাগার পর বনের মধ্য দিয়ে কোয়িমব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে জেলায় সরে আসারর সময় দাবানলের কবলে পড়ে অনেকেই মৃত্যুবরণ করেন।

দাবানলে অন্তত ৫৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন দমকলকর্মীও রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছয়জন দমকলকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন।  

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা জানিয়েছেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে দেশটির কেন্দ্রীয় বনাঞ্চলে আগুন লাগার ঘটনাটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ট্র্যাজেডি।’ প্রাণহানি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জর্জ গোমেজ জানান, ধোঁয়ায় আক্রান্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। অপরদিকে, গাড়ি চালিয়ে আক্রান্ত এলাকা অতিক্রম হওয়ার পথে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। তিনি আরও জানান, চারদিক দিয়ে আগুন ছড়িয়ে পড়ছে।

দমকল কর্মীরা জানিয়েছেন, অন্তত ৬০টি স্থান দিয়ে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এক হাজার ৭০০ জন দমকল কর্মী।

দাবানল ছড়িয়ে পড়ার পর স্পেন দুটি পানি বহনকারী বিমান পাঠিয়েছে।

তবে বনে কী কারণে আগুন লাগলো সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আন্তোনিও কস্তার ধারণা, বজ্রপাতের ফলে আগুন লেগে থাকতে পারে। পর্তুগালের মধ্য দিয়ে চলা দাবদাহের ফলে সেখানকার তাপমাত্রা এখন প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস।

/এসএ/

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!