X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

সৌদি জোটের অবরোধ নিয়ে কাতারের আমিরের সঙ্গে আলোচনা পুতিনের

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৭, ২৩:৪৯আপডেট : ০১ জুলাই ২০১৭, ২৩:৫১

শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ভ্লাদিমির পুতিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি’র সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সৌদি জোটের কাতারবিরোধী অবরোধ ইস্যুতে ফোনে দুই নেতার এ কথোপকথন অনুষ্ঠিত হয়। একই ইস্যুতে বাহরাইনের আমির হামাদ বিন ঈসা বিন সালমান আল খলিফা’র সঙ্গেও কথা বলেন পুতিন। শনিবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের এক বিবৃতিতে এ কথোপকথনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে দুই নেতা চলমান সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তবে দুই নেতার সঙ্গে পুতিনের এ ফোনালাপ কখন অনুষ্ঠিত হয়েছে সে ব্যাপারে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি।

কাতারের আমিরের সঙ্গে ফোনালাপে জ্বালানি এবং বিনিয়োগ ইস্যুতে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক নিয়েও কথা বলেন পুতিন।

বাহরাইনের আমিরের সঙ্গে আলোচনায় কাতারবিরোধী অবরোধ ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষকে সরাসরি আলোচনার পরামর্শ দেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়ার সঙ্গে সৌদি আরব ও কাতার, দুই দেশেরই স্বাভাবিক সম্পর্ক থাকলেও এক্ষেত্রে কিছু বাড়তি সমীকরণ রয়েছে। সিরিয়ার ছয় বছরের গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া। এক্ষেত্রে দেশটির বিশ্বস্ত মিত্র ইরান। আর ইরানকে শত্রুদেশ হিসেবে বিবেচনা করে কাতারের ওপর অবরোধ আরোপকারী দেশগুলো। সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাতে দৃঢ়প্রতিজ্ঞ সৌদি জোট।

রাশিয়ার সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কাতারের। রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফট-এ কাতারি বিনিয়োগ রয়েছে। ২০১৬ সালে কাতারের কাছে এ শেয়ার বিক্রি করে মস্কো। এছাড়া বিশ্ববাজারে তেলের মূল্য নিয়ন্ত্রণে সৌদি আরবের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে রাশিয়ার। চলতি বছরের জুনে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে ‘স্থিতিশীল ও শান্তিপূর্ণ’ অবস্থা বজায় রাখতে রাশিয়ার স্বার্থ জড়িত রয়েছে।

/এমপি/

সম্পর্কিত
বাইডেন ও শি’কে শান্তি সম্মেলনে যোগদানের আহ্বান জেলেনস্কির
আর্মেনিয়া সীমান্তের চারটি গ্রাম নিয়ন্ত্রণে নিলো আজারবাইজান
খারকিভের যুদ্ধ পরিস্থিতি ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে: জেলেনস্কি
সর্বশেষ খবর
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
আমতলী-তালতলীর নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন