X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইরানের

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ১৬:১০আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৬:১২
image

ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে ‘সস্তা ও মূল্যহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটি মার্কিন নাগরিকদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর মঙ্গলবার জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে মদদ দেওয়ার অভিযোগে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পররাষ্ট্র দফতর সূত্রে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির ‌‌‘অপতৎপরতা’ সমর্থনকারী ১৮ টি প্রতিষ্ঠান ও ব্যক্তি এ নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বে ।

মার্কিন অর্থ মন্ত্রণালয় ওই নিষেধাজ্ঞা আরোপের পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর নিন্দা জানায়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানসহ অন্যান্য মুসলিম দেশের বিরুদ্ধে বিদ্বেষী পদক্ষেপ গ্রহণকারী মার্কিন নাগরিকদের বিরুদ্ধে একই ধরনের পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে তেহরান।

নিষেধাজ্ঞার যুক্তি হিসেবে মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, “মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্ষতিকর কর্মকান্ডে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি ক্ষুন্ন  হওয়া নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।” সিরিয়া সরকার এবং হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থনের সমালোচনাও করা হয়েছে ওই বিবৃতিতে।   বলা হয়, “ইরান হিজবুল্লাহ, হামাস, ফিলিস্তিন ইসলামিক জিহাদের মতো দলগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। যাতে করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির সম্মুখীন হচ্ছে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার নিজ জনগণের ওপর নৃশংসতা চালিয়ে যাওয়ার পরও ইরান আসাদ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে।”অন্যদিকে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদেরকে সমর্থন দিয়েও ইরান সেখানকার যুদ্ধ প্রলম্বিত করছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।

পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অচিরেই তেহরানের নয়া নিষেধাজ্ঞার আওতায় আসা মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা  হবে।

২০১৬ সালের জানুয়ারিতে পারমাণবিক চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে তেহরানের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিনের মাথায় নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সহযোগিতার অভিযোগে সে দেশের ১১টি কোম্পানি ও ব্যক্তির ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সম্প্রতি ইরানের এ নিষেধাজ্ঞা আরোপ করে ওবামা প্রশাসন।

/বিএ/

সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি