X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অধিকার সম্পাদক আদিলুর রহমান মালয়েশিয়ায় আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১১:৪৬আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৭:২৮
image

আদিলুর রহমান

বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খানকে মালয়েশিয়ার বিমানবন্দরে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

বাংলা ট্রিবিউনকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন সেদেশের ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা শেলী। তিনি জানান, ইমিগ্রেশন বিষয়েই আমরা তাকে আটক করেছি।  এ বিষয়ে তার ডকুমেন্টস চেক করা হচ্ছে। শেলী বলেন, ‘আদিলকে মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হবে না। তাকে ডিপোর্ট (ফেরত পাঠানো) করা হবে।’

এদিকে অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান বাংলা ট্রিবিউনকে জানান, আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি সেমিনারে যোগ দিতে মালয়েশিয়ায় যাচ্ছিলেন। কিন্তু  বিমানবন্দরে সেদেশের  ইমিগ্রেশন পুলিশ তাকে বাধা দেয়। তাকে সেদেশে ঢুকতে দিচ্ছে না। ফলে তাকে আটক করা হয়েছে কিনা, তা আমরা পরিষ্কার করে জানি না। 

নাসির উদ্দিন এলান বলেন, ‘মালয়েশিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ রয়েছে। হয়তো সে কারণেও তাকে সেদেশে ঢুকতে বাধা দেওয়া হতে পারে।’

এলান বিবিসিকে জানান, আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়ায় যাচ্ছিলেন এবং তার ২২শে জুলাই ঢাকায় ফেরার কথা ছিলো। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে রহমানকে বিমানবন্দরে আটক করে সেখানকার ইমিগ্রেশন পুলিশ।

তিনি বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে আদিলুর রহমানকে আটক করে বিমানবন্দরেই একটি কক্ষে রাখা হয়েছে। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও সেখানকার মানবাধিকার আইনজীবীরা সেখানে যাচ্ছেন।’ 

মালয়েশিয়ার সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে আদিলুর রহমান খানকে আটকের ঘটনায় স্থানীয় মানবাধিকার সংগঠন সুয়ারা রায়কাত মালয়েশিয়া (সুয়ারাম)এর পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এক বিবৃতিতে সুয়ারামের নির্বাহী পরিচালক সেভান ডোরাইসামি বলেন, ‘কেন তাকে আটক করা হলো তা নিয়ে সকাল ১০টা পর্যন্ত অভিবাসন কর্তৃপক্ষ কোনও ব্যাখ্যা দেয়নি।’

অবিলম্বে আদিলুরকে মুক্তি দিতে এবং মালয়েশিয়া সফরকারী মানবাধিকারকর্মীদেরকে হয়রানি করা বন্ধেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি। 



/এমএইচ/ এপিএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
রোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
ইউরোপা লিগরোমাকে হারিয়ে ফাইনালে এক পা লেভারকুসেনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী