X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলায় মধ্যরাতে দুই বিরোধী নেতাকে তুলে নিলো গোয়েন্দারা

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৭, ২১:২৯আপডেট : ০১ আগস্ট ২০১৭, ২১:৪২

লিওপোল্ডো লোপেজ এবং এ্যান্টোনিও লেদেজমা দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় দুজন শীর্ষস্থানীয় বিরোধীদলীয় নেতা তুলে নিয়ে গেছে দেশটির গোয়েন্দারা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার দিবাগত মধ্যরাতে গোয়েন্দা কর্মকর্তারা তাদের বিছানা থেকে তুলে নিয়ে যায়। ওই দুই নেতা হচ্ছেন লিওপোল্ডো লোপেজ এবং এ্যান্টোনিও লেদেজমা।

আটককৃত দুই রাজনীতিকই ২০১৪ সাল থেকেই গৃহবন্দি অবস্থায় ছিলেন। সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সরকারবিরোধী বিক্ষোভের সময় সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মধ্যরাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। তবে এ মুহূর্তে তারা কোথায় আছেন তা-ও তাদের অজানা। তবে দুই নেতার কিছু হলে এর জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-ই দায়ী থাকবেন।

আটককৃত দুই নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত। সংবিধান সংস্কারের লক্ষ্যে রবিবার অনুষ্ঠিত নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছিলেন লোপেজ ও লেদেজমা।

লিওপোল্ডো লোপেজ-এর স্ত্রী লিলিয়ান টিনটোরি তার স্বামীকে ধরে নিয়ে যাওয়ার ভিডিও টুইটারে পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন, ‘আমার বাসা থেকে লিওপোল্ডো-কে ধরে নিয়ে যাওয়ার মুহূর্ত। আমরা মাথা নত করবো না।’

এদিকে, দেশটির বিরোধী দল নিয়ন্ত্রিত ন্যাশনাল অ্যাসেম্বলির এমপি গ্যাবি আরেলানো কারাকাসের মেয়র লেদেজমাকে গ্রেফতারের ভিডিও টুইট করেছেন। সেই সময় লেদেজমাকে ঘুমের পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।

দুই নেতার গ্রেফতার প্রসঙ্গে বিরোধী এমপি ফ্রেডি গুয়েভারা বলছেন, আমাদের ভয় দেখাতে এবং মনোবল ভেঙে দিতেই এই গ্রেফতার।

বিরোধীদলের নেতাদের এভাবে আটকের নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। তারা বলেছে, এটি একটি ভুল পদক্ষেপ।

মার্কিন বাণিজ্যমন্ত্রী ইতিমধ্যে মি. মাদুরোকে একজন ‘একনায়ক’ হিসেবে অভিহিত করেছেন।

ভেনেজুয়েলার চলমান সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শত শত মানুষ আহত ও আটক হয়েছেন। তবে প্রেসিডেন্ট মাদুরো’র দাবি, আন্দোলনকারীরা মার্কিন ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে কোনও মার্কিন  ব্যক্তি বা প্রতিষ্ঠান মাদুরোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবে না।

সোমবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, ভেনেজুয়েলার নির্বাচনে রাষ্ট্র কর্তৃক সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগের কারণে তারা নির্বাচনকে স্বীকৃতি না-ও দিতে পারে।

মাদুরোর দাবি, বিপ্লবের জন্য এই ভোটের প্রয়োজন। ‍যুক্তরাষ্ট্র কর্তৃক এই নিষেধাজ্ঞাকে ভয় করেন না। তার ভাষায়, ‘সাম্রাজ্যবাদী ট্রাম্প আমার বিরুদ্ধে তার পদক্ষেপে বুঝিয়ে দিয়েছেন তিনি আমাকে কতটা ঘৃণা করেন। কিন্তু আমি বিদেশি সরকারের নির্দেশ কখনও মানিনি এবং ভবিষ্যতেও মানবো না। আমি স্বাধীন দেশের প্রেসিডেন্ট।’ সূত্র: বিবিসি, ডয়চে ভেলে।

/এমপি/

সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ