X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সৌদি শহর কাতিফ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন শিয়ারা

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৭, ১৫:৪৯আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৫:৫০
image

 

কাতিফ শহরে বন্দুকধারীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান পরিচালনার খবর দিয়েছে সৌদি নিরাপত্তা সূত্র। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওই অভিযানের কারণে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন শত শত বেসামরিক মানুষ।অভিযোগ উঠেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা বলা হলেও সেখানকার বেসামরিক শিয়া জনগোষ্ঠীকেও আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। 

সৌদি শহর কাতিফ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন শিয়ারা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এক শহর কাতিফ। শহরটির সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শিয়া সম্প্রদায়ের।স্থানীয় শিয়া জনগোষ্ঠীর অভিযোগ, তারা সরকারের বৈষম্যের শিকার। তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি কর্তৃপক্ষ।

২০১১ সালে আরব বসন্তের কাল থেকেই কাতিফে সংঘাত চলছে। চলতি বছরের মে মাস থেকে সরকারি বাহিনী সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। শিয়া বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কাতিফের আওয়ামিয়া অঞ্চলে কয়েকদিন ধরে সংঘর্ষ তীব্রতর হয়েছে।

এলাকাবাসী জানায়, প্রায়ই তাদের বাড়িতে পানি ও বিদ্যুৎ থাকতো না। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস উঠে যেত। স্থানীয় আন্দোলনকারীরাদাবি করে, ঘর ছেড়ে পালাতে বাধ্য করতে সেখানকার শিয়া পরিবারগুলোর বাড়ির সামনে গিয়ে ফাঁকা গুলি ছোড়া হচ্ছে। সরকারি বাহিনীর ভূমিকারকারণেই স্থানীয়রা পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন বলে দাবি তাদের।

আল জাজিরা জানিয়েছে, পালিয়ে যাওয়া শিয়া পরিবারগুলোর একাংশ নিকটবর্তী শহরে অস্থায়ী আশ্রয় নিয়েছে।বাস্তুহারা এসব পরিবারের আকুতি উঠে এসেছে সামাজিক মাধ্যমগুলোতে। তাদের জন্য দুয়ার খুলে নিকটবর্তী শহরের দিয়েছেন অনেকে।

শিয়াদের ওপর দমন অভিযান পরিচালনার অভিযোগ উড়িয়ে দিয়েছে সৌদি বাহিনী। তাদের দাবি, অনেক বাড়ি ও দোকান যে ধ্বংস হয়ে গেছে, তার কারণ বন্দুকধারীদের সঙ্গে তাদের সংঘর্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম আল-হায়াতের এক প্রতিবেদন থেকে জানা যায়, পূর্বাঞ্চলীয়ওই প্রদেশের যে বাসিন্দারা পালাতে বাধ্য হয়েছেন,তাদেরকে স্থানীয় কার্যালয়ে অস্থায়ী আবাসের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছেকর্তৃপক্ষ । কাতিফেরে গভর্নর ফালাহ আল খালিদি জানিয়েছেন, দাম্মাম শহরে অনেক অ্যাপার্টামেন্টের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। সেখানে অস্থায়ীভাবে থাকতে পারবে কাতিফের ঘর ছেড়ে আসা বাসিন্দারা।’

এমএইচ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
নিগারের একার লড়াই বৃথা গেলো, হারে শুরু বাংলাদেশের
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজনিগারের একার লড়াই বৃথা গেলো, হারে শুরু বাংলাদেশের
জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু
জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু
‘বিএসটিআইর হালাল সনদ নিয়ে রফতানিতে কেউ বাধার সম্মুখীন হচ্ছেন না’
‘বিএসটিআইর হালাল সনদ নিয়ে রফতানিতে কেউ বাধার সম্মুখীন হচ্ছেন না’
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে