X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনায় চীন-ভিয়েতনাম বৈঠক বাতিল

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৭, ২০:৫৫আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ২১:০৩

দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনায় চীন-ভিয়েতনাম বৈঠক বাতিল

চীন ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পূর্বনির্ধারিত একটি বৈঠক বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) সম্মেলনের এক ফাঁকে বৈঠকটি হওয়ার কথা ছিল। ওই বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন চীনা কর্মকর্তারা। অবশ্য তারা এটি বাতিলের পক্ষে কোনও কারণ দেখাননি। ভিয়েতনামও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে দৃশ্যত দক্ষিণ চীন সাগর নিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাই এ বৈঠক বাতিলের পেছনে কাজ করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ফাম বিন মিনের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ‘এরইমধ্যে সাক্ষাৎ হয়ে গেছে’। তবে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এ ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলেও কোনও জবাব পাওয়া যায়নি।  

ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে ‘মন্ত্রীরা একান্তভাবে কথা বলেছেন এবং তাদের মধ্যে আলাপ হয়েছে।’ ওই প্রতিবেদনের সঙ্গে দুই মন্ত্রীর করমর্দনের একটি ছবিও প্রকাশ করেছে তারা।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীন একাধিক কৃত্রিম দ্বীপ তৈরির ঘটনায় বেইজিং-এর সঙ্গে ভিয়েতনামসহ প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে শীতলতা দেখা দেয়। রবিবার আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ ব্যাপারে উদ্বেগ জানায় ভিয়েতনাম। এসব দ্বীপে চীনা সামরিক উপস্থিতিরও সমালোচনা করে ভিয়েতনাম। এরমধ্যেই দেশ দুটির মধ্যকার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বাতিলের খবর আসে।

উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের অমীমাংসিত ভূখণ্ডে চীনা উপস্থিতির ব্যাপারে বরাবরই সরব ভিয়েতনাম।

/এফইউ/এমপি/

সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী