X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ইসলামাবাদ থেকে লাহোরে নওয়াজের শোভাযাত্রা ও মহাসমাবেশ

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০১৭, ১৯:১৯আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২১:৩৯
image

অযোগ্য ঘোষিত হয়ে পদত্যাগকারী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একটি শোভাযাত্রা শুরু করেছেন। যাত্রাপথে বিভিন্ন জায়গায় সমাবেশও করছেন তিনি। বুধবার(৮ আগস্ট) ইসলামাবাদ থেকে যাত্রা শুরুর পর গ্র্যান্ড ট্রাংক রোড হয়ে জন্মশহর লাহোরে যাচ্ছেন তিনি। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ৫০০০ থেকে ৬০০০ মানুষ এবং ৭০০ থেকে ৮০০ গাড়ি ওই শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

নওয়াজের শোভাযাত্রা
ডন জানায়, দুপুর ১২টা বাজার কিছু সময় আগে নওয়াজ শরিফ পাঞ্জাব হাউস ছেড়ে লাহোরের উদ্দেশে রওনা করেন। এ শোভাযাত্রাকে কেন্দ্র করে রাওয়ালপিন্ডির অনেকগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেল, মোটেল ও দোকান বন্ধ রয়েছে। নওয়াজকে বিদায় জানাতে পাঞ্জাব হাউসের সামনে অনেক সমর্থক অপেক্ষা করছিলেন। তবে নওয়াজ পাঞ্জাব হাউসের পেছনের গেইট দিয়ে বের হয়ে যান। আর তাতে সমর্থকরা হতাশ হয়ে পড়েন। পাঞ্জাব হাউস থেকে বের হওয়ার সময় নওয়াজ সাংবাদিকদেরকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও ছোট ভাই শাহবাজ শরিফের প্রশংসা করেন। তিনি বলেন, ‘শাহবাজ শরিফ পাঞ্জাবের প্রাণ এবং পাকিস্তানের গর্ব। তিনি অন্যদের জন্য পাঞ্জাবকে একটি রোল মডেলে পরিণত করেছেন।’

এ মোটর শোভাযাত্রাকে ক্ষমতা প্রদর্শন বলে উল্লেখ করতে নারাজ নওয়াজ। তিনি বলেন,’এটি ক্ষমতার প্রদর্শনী নয়, তবে [বিদ্যমান পরিস্থিতির] একটা চূড়ান্ত পরিণতির আগ পর্যন্ত তো আমি মাঠ ছেড়ে কোথাও যেতে পারি না।’

ডন জানায়, শুরুর দিকে নওয়াজ একটি সাধারণ গাড়িতে থাকলেও পরে একটি বুলেটপ্রুফ গাড়িতে ওঠেন তিনি।  

এদিকে নওয়াজের শোভাযাত্রা শুরুর কয়েক ঘণ্টা আগে তার বিরুদ্ধে একটি পিটিশন দায়ের হয়েছে। রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করতে একটি পিটিশন দায়ের হয়েছে। পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) এর সদস্য ড. ইয়াসমীন রশিদের পক্ষে তার আইনজীবী বাবর আওয়ান পিটিশনটি করেন। রাজনৈতিক দল সংক্রান্ত আদেশ ২০০২ এর ৫ ধারার আওতায় দায়েরকৃত পিটিশনে অনুরোধ করা হয়, নওয়াজকে যেন যেকোনও রাজনৈতিক দলের যেকোনও পদে অযোগ্য ঘোষণা করা হয়। নওয়াজের দল পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ) থেকে তার নাম বাদ দেওয়ারও অনুরোধ জানানো হয় পিটিশনে। ডনের প্রতিবেদনে বলা হয়, পিটিআই নেতা ইমরান খানের পরামর্শ অনুযায়ীই পিটিশনটি তৈরি করেছেন বাবর।

একদিন আগে অর্থাৎ মঙ্গলবার (৮ আগস্ট) পাকিস্তানের নির্বাচন কমিশন পিএমএল-এনকে একটি নোটিশ পাঠায়। ওই নোটিশে পিএমএল-এনকে একজন নতুন নেতা নির্বাচিত করতে বলা হয়। ২০০২ সালের রাজনৈতিক দল সংক্রান্ত আদেশ অনুযায়ী, একজন অযোগ্য ঘোষিত এমপি রাজনৈতিক দলের নেতৃত্বে থাকতে পারেন না বলেও উল্লেখ করা হয় ওই নোটিশে।

/এফইউ/

  

সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?