X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১
বিবিসির প্রামাণ্য প্রতিবেদন

বিদ্রোহী রাজপুত্রদের অপহরণে সৌদি বাদশাহ নিজেই জড়িত

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৭, ১৭:১৩আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৭:১৫
image

গত ‍দুই বছরে সরকারি নিরাপত্তা বাহিনীর হাতেই অপহরণের শিকার হয়েছেন তিনজন রাজপুত্র। এখন তারা কোথায় আছেন সে বিষয়ও কেউ জানে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির আরবি সংস্করণের নির্মিত একটি প্রামাণ্যচিত্রে দেখা যায়, অপহরণ ও অবৈধ আটকের সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে জড়িত রয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। রাজপরিবারের সদস্যরাই তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন।
অপহৃত তিন রাজপুত্র

কয়েকজন রাজপুত্রদের সঙ্গে কথা বলে এই প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে বিবিসি। রাজবিদ্রোহী হওয়ার কারণে তাদের অনেকেই ইউরোপে বসবাস করছে। বিবিসিকে তারা সুলতান বিন তুর্কি বিন আব্দুল আজিজ, তুর্কি বিন বান্দার ও সাউদ বিন সাইফ আল-নাসির নামে তিন রাজপুত্র অপহরণের তথ্য জানান। বাদশাহ সালমান নিজে এই নির্দেশ দিয়েছেন বলে জানান তারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই তিনজন রাজপুত্র সবসময়ই রাজপরিবারের বিপক্ষে কথা বলতেন। তারা রাজপরিবারের সুবিধা প্রত্যাখান করে ইউরোপে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন। বেশ কয়েকটি সাক্ষাতকারে বিন আজিজ রাজপরিবারের সমালোচনা করেন। ২০১২ সালে বিন বান্দার সৌদি আরবে পরিবর্তনের ডাক দিয়ে ইউটিউবে ভিডিও পোস্ট করতে থাকেন। ধারণা করা হয় ২০১৫ সালে তাদের দুইজনকেই অপহরণ করা হয়।

সৌদি বাদশাহ

আল নাসির নামে সৌদ রাজপরিবারের এক সদস্যও অনেকটা একই কাজ করেন। নিজের টুইটার একাউন্টে বাদশা সালমানের সরকারের তীব্র সমালোচনা করতে থাকেন। ২০১৪ সালে মুরসির মতো সালমানকেও পদচ্যুত করার আহ্বান জানান।  এক টুইটে তিনি বলেছিলেন, ‘যারা আমাকে বলছেন যে আমি নিজ পরিবারের সমালোচনা করছি। আমি বলতে চাই সত্য বলার জন্য আমি পরিবারের বিপক্ষে যেতেও প্রস্তুত আছি। তারা ক্ষুব্ধ হলেও আমি দুর্নীতির বিপক্ষে কথা বলবো।’

২০১৫ সালে ১০ সেপ্টেম্বর শেষ টুইট করা আল-নাসেরকেও অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। টুইটারে লেখা এক বার্তায় বাদশা আব্দুল্লাহর অপসারণ চান। লাখ লাখ মানুষ সেখানে লাইক দেন। চিঠিটি কে লিখেছে সেটা বলা না হলেও ধারণা করা হয় আল-নাসেরেই এমন কাজ করেছেন। এরপরই তাকে অপহরণ করা হয়।

সৌদি রাজ দরবার

বিবিসির এই প্রামাণ্যচিত্র নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি সৌদি সরকার।

/এমএইচ/বিএ/



সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
করুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
করুণ ব্যাটিংয়ে আবার বাংলাদেশের বড় হার
৬০ শতাংশ গাড়িচালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
ঢাকা আহছানিয়া মিশনের প্রতিবেদন৬০ শতাংশ গাড়িচালক বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন
দেশে বেকারের সংখ্যা কত?
দেশে বেকারের সংখ্যা কত?
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ