X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে তদন্তকারীদের হাতে নতুন ইমেইল

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৭, ২০:০৪আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ২০:১৪

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে নতুন একটি ইমেইলের খোঁজ পেয়েছেন কংগ্রেসের তদন্তকারীরা। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের একজন শীর্ষস্থানীয় সহযোগীর ওই মেইলটিতে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে পুতিনের একটি সাক্ষাতের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইমেইলটি পাঠিয়েছেন বর্তমানে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ রিক ডিয়ারবর্ন। ২০১৬ সালের জুনে ট্রাম্পের প্রচারণা শিবিরের কর্মকর্তাদের কাছে এটি পাঠানো হয়। এতে তিনি জানান, একজন ব্যক্তি তাদের পুতিনের সঙ্গে যুক্ত করানোর চেষ্টা করছেন।

এদিকে গত দুই সপ্তাহে ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে। এনবিসি/মারিস্ট-এর এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এতে দেখা যায়, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানের মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ৪০ শতাংশের নিচে নেমে গেছে ট্রাম্পের জনপ্রিয়তা। এনবিসি/মারিস্ট জরিপ শুরু হয় রবিবার। একদিন আগেই শার্লটসভিলে বর্ণবাদী ও বর্ণবাদবিরোধীদের সংঘর্ষ হয়। জরিপে দেখা যায়, মিশিগানের ৩৬ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে। পেনসিলভেনিয়ায় এই সংখ্যা ৩৪ শতাংশ ও উইসকনসিনে ৩৪ শতাংশ।

উইসকনসিনে ৫৬ শতাংশ ভোটার ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। মিশিগানে ৫৫ শতাংশ ও পেনসিলভানিয়ায় ৫৩ শতাংশ। এই তিন অঙ্গরাজ্যের ৬০ শতাংশেরও বেশি ভোটার জানান, ট্রাম্পের কারণে তারা বিব্রত। মিশিগান ও উইসকনসিনের ৬৪ শতাংশ। পেনসিলভানিয়ায় ৬৩ শতাংশ। অন্যদিকে ট্রাম্পের ওপর খুশি পেনসিলভানিয়া ও উইসকনসিনের ২৫ শতাংশ ভোটার। মিশিগানে এই সংখ্যা ২৮ শতাংশ।

অর্থনীতি বিষয়ে জানতে চাইলে নাগরিকরা জানান তারা ট্রাম্পের ব্যাপারে সন্তুষ্ট। মিশিগানের ৪২ শতাংশ ভোটার মনে করে ট্রাম্পের কারণে মার্কিন অর্থনীতি শক্তিশালী হয়েছে। পেনসিলভেনিয়ায় সেটা ৪৫ শতাংশ আর উইসকনসিনে ৪১ শতাংশ। প্রতি ১০ জনের ছয়জনই মনে করেন ট্রাম্পের নেতৃত্বে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হচ্ছে। সূত্র: সিএনএন, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
হাওরের বোরো ধান কাটা প্রায় শেষ
হাওরের বোরো ধান কাটা প্রায় শেষ
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্পিকার
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ জন আহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার