X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মেক্সিকোতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৮

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪২
image

শক্তিশালী ভূমিকম্পে ২৪৮ জনের মৃত্যুর পর মেক্সিকো এখন ধ্বংসস্তূপের ভেতরে প্রাণের অস্তিত্ব খুঁজে যাচ্ছে। ভেঙে পড়া বহুতল ভবনের নিচে চাপা পড়েছেন অনেকেই। তাদের মধ্যে যারা জীবিত আছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ভূমিকম্পের জেরে বিপর্যস্ত রাজধানী শহর-সহ দেশের বিস্তীর্ণ এলাকা। বিদ্যুতহীন ৩৮ লাখ মানুষ। বন্ধ ঘোষণা করা হয়েছে মেক্সিকো সিটির সমস্ত স্কুল। ক্ষতিগ্রস্ত হওয়া হাসপাতালগুলোকে দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ৯ সেপ্টেম্বরের ভূমিকম্পে দেশটিতে নব্বই জনের প্রাণহানি হয়েছিল।

মেক্সিকোয় ভূমিকম্প

মঙ্গলবার পুয়েবেলা রাজ্য থেকে ৮ কিলোমিটার দূরবর্তী অ্যাটেনসিনগোতে ভূমিকম্পটি আঘাত হানে। রাজধানী মেক্সিকো সিটি থেকে এর দূরত্ব ১২০ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। স্থানীয় এজেন্সির বরাত দিয়ে ভূমিকম্পে ২৪৮ জনের প্রাণহানির খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং কাতারভিত্তিক আলজাজিরা। তবে ভবনের ধ্বংসস্তূপে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা থাকায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে আরও প্রাণহানির আশঙ্কার কথা জানানো হয়েছে।

এক টুইটার পোস্টে দেশটির বেসামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মেক্সিকো সিটি, মেক্সিকো স্টেট, পুয়েবলা ও মোরেলস শহর।  মেক্সিকো সিটিতে অন্তত ১১৭ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়া মোরেলেসে ৭২, এবং পুয়েবলা রাজ্যে ৪৩ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছেন তারা। আলজাজিরা জানিয়েছে, মেক্সিকো সিটির দশ কিলোমিটর দূরবর্তী মেক্সিকো স্টেটেও ভূমিকম্পের কারণে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া গুয়েরেতে ৩ জন ওয়াসাকাতে ১ জন

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মেক্সিকো সিটি, মেক্সিকো স্টেট, পুয়েবলা ও মোরেলস শহর। সংবাদ সংস্থা সূত্রে খবর, মেক্সিকো সিটির সাতাশটি বহুতল ভেঙে পড়েছে। ধূলিসাৎ বহু দোকানপাট। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বহু মানুষ। দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ। উদ্ধারকারী দলের পাশাপাশি সাধারণ মানুষও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

মেক্সিকো সিটি হচ্ছে বিশ্বের অন্যতম জনবহুল শহর। প্রেসিডেন্ট এনরিখ পেনা নিয়েতো বলেছেন সেখানে অন্তত ২৭টি ভবন বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘একটি নতুন জাতীয় দুর্যোগের মুখোমুখি আমরা’। রাতভর উদ্ধার অভিযান চলবে বলেও জানান তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে গোটা রাজধানী শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং শহরের বিভিন্ন জায়গায় আগুন লেগেছে।

মেক্সিকোবৈরী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনস্থলে বসে দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একটি টুইট বার্তায় ট্রাম্প লেখেন মেক্সিকো সিটির অধিবাসীদের প্রতি ঈশ্বরের অনুগ্রহ থাকুক। আমরা আপনাদের সঙ্গেই আছি এবং থাকবো।

মেক্সিকান কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে। ‘মেক্সিকো সিটির সমস্ত পাবলিক এবং প্রাইভেট স্কুলগুলো পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে,’ টুইটারে লিখেছেন শিক্ষামন্ত্রী। সেখানকার বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে আবারও খুলে দেওয়া হয়।

এমএইচ/বিএ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
১২ ঘণ্টার মাথায় রোহিঙ্গা ক্যাম্পে আরেক যুবককে হত্যা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী