X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

কনসার্টে হামলাকারীর ‘নারী সহচর’-এর খোঁজ পাওয়ার দাবি পুলিশের

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১৯:৫২আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৯:৫৫
image

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে লাস ভেগাসের কনসার্টে হামলায় জড়িত সন্দেহভাজনের ‘নারী সহচর’-এর খোঁজ পাওয়ার দাবি করেছে মার্কিন পুলিশ। তাদের দাবি, ওই নারী সন্দেহভাজন হামলাকারী স্টিফেন প্যাডকের ‘রুমমেট’। তিনি এশিয়ান বলে দাবি করেছে লাস ভেগাসের পুলিশ। তবে তার বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে তারা কিছু জানাননি।
কনসার্টে হামলাকারীর ‘নারী সহচর’-এর খোঁজ পাওয়ার দাবি পুলিশের

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে রুট নাইনটি ওয়ান হারভেস্ট সংগীত উৎসবে গুলির শব্দ পাওয়া যায়। এরপরই আতঙ্কিত হয়ে লোকজন ছুটোছুটি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্টটি প্রায় শেষের দিকে ছিল। সংগীতশিল্পী জ্যাসন আলদিয়ান যখন সংগীত পরিবেশন করছিলেন তখনই গুলি শুরু হয়। এ ঘটনায় অন্তত ৫০ জন নিহত এবং চার শতাধিক মানুষের আহত হওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংগীত উৎসবের অংশ হিসেবে লাস ভেগাস শহরে মান্দালয় বে হোটেলে কনসার্ট চলার সময় বন্দুকধারীর হামলা হয়। ঘটনাস্থলে ওই হামলাকারীকে হত্যার পর এক সংবাদ সম্মেলনে সেখানকার পুলিশ জানায়, ৬৪ বছর বয়সী ওই হামলাকারীর নাম স্টিফেন প্যাডক। অন্য কেউ হামলার সঙ্গে জড়িত নয় জানালেও হামলার রহস্য উদঘাটনে মারিলুউ ড্যানলে নামের এক নারীকে জিজ্ঞাসাবাদে আগ্রহের কথা জানায় লাস ভেগাস পুলিশ। তাকে সন্দেহভাজন না বললেও হামলাকারীর ‘সহচর’ বলছে তারা।

পরে ক্লার্ক কাউন্টি শেরিফের পক্ষ থেকে জানানো হয়, তারা ওই নারীর অবস্থান জানতে পেরেছেন। ৪ ফুট ১১ ইঞ্চি উচ্চতা এবং ১১১ পাউন্ড ভরের ওই নারী একজন এশিয়ান। তবে তিনি কোথায় আছেন তা জানা যায়নি। এমনকী তিনি জীবিত আছেন কিনা, তাও জানানো হয়নি।

লাস ভেগাস শহরের একটি হোটেলে আয়োজিত কনসার্টে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হওয়ার ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বন্দুক হামলা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় এতো বেশি সংখ্যক প্রাণহানি আগে হয়নি। ২০১৬ সালে অরল্যান্ডোর পালস নাইটক্লাবে হামলায় ৪৯ নিহত হওয়ার ঘটনাকে এতোদিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হামলা মনে করা হতো। তবে এবারের হামলা সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এরইমধ্যে ৫০ জনেরও বেশি নিহত ও দুই শতাধিক মানুষ আহত হওয়ার খবর নিশ্চিত করেছে লাস ভেগাস পুলিশ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/বিএ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
গোপালগঞ্জে তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ
গোপালগঞ্জে তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ
জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস
জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস
সামাজিক যোগাযোগ মাধ্যমে মা বন্দনা
সামাজিক যোগাযোগ মাধ্যমে মা বন্দনা
‘মা তোমার মতো পুলিশ হতে চাই’
‘মা তোমার মতো পুলিশ হতে চাই’
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
আজ বিশ্ব মা দিবস
আজ বিশ্ব মা দিবস
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক
বাংলাদেশি চা বিক্রেতার স্কুলে এসে অভিভূত দুই চীনা নাগরিক