X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

আফগানিস্তানে শিয়া-সুন্নি মসজিদে পৃথক হামলায় নিহত ৬০

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ অক্টোবর ২০১৭, ০১:৫৬আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ০৩:২৪

আফগানিস্তানে শিয়া-সুন্নি মসজিদে পৃথক হামলায় নিহত ৬০ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে ও ঘোর প্রদেশের একটি সুন্নি মসজিদে পৃথক হামলায় কমপক্ষে ৬০ জন ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বলে বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, চলতি সপ্তাহে আফগানিস্তানের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭৬ জন মানুষ মারা গেছে।

জানা গেছে, দেশটির রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে এক বন্দুকধারী প্রবেশ করে। পরে সেখানে এলোপাতারি গুলি ছুঁড়তে থাকে এবং শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, দেশটির ঘোর প্রদেশের একটি সুন্নি মসজিদে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছন।

তবে এসব হামলার ঘটনায় কোনও জঙ্গী সংগঠন বা গ্রুপ এখনও দায় স্বীকার করেনি। কিন্তু তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এর আগে আফগানিস্তানের শিয়া মসজিদকে কেন্দ্র করে কয়েকবার হামলার ঘটনায় দায় স্বীকার করেছিল।

আফগানিস্তানে শিয়া-সুন্নি মসজিদে পৃথক হামলায় নিহত ৬০ একজন প্রত্যক্ষদর্শী বিবিসি ওয়ার্ল্ডকে কাবুলের ইমাম জামান মসজিদে হামলার ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘হামলার দৃশ্য দেখে মনে হচ্ছিল আমি সামনের সারিতেই রয়েছি।’

অন্য একজন প্রত্যক্ষদর্শী মাহমুদ শাহ হোসাইনী বলেন, ‘হামলাকারী যখন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় তখন মানুষ মসজিদের মধ্যে নামাজ আদায় করছিলেন।’

জানা গেছে, বোমার বিস্ফোরণ ঘটানোর আগে জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের লক্ষ্য করে আক্রমণকারী গুলি ছোড়ে।

কাবুল পুলিশের মুখপাত্র বসির মোজাহিদ সাংবাদিকদের মসজিদে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কিন্তু তিনি ঘটনার বিস্তারিত জানাতে পারেননি।

অন্যদিকে, দেশটির ঘোর প্রদেশের সুন্নিদের একটি মসজিদে সরকার বিরোধী জঙ্গী গোষ্টির এক কমান্ডার আত্মঘাতী বোমা হামলা করে। এ হামলার বিষয়ে এখও বেশি কিছু জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় অনেক মানুষ আহত হয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের একটি সেনাঘাঁটিতে হামলায় অন্তত ৪৩ সেনা নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে আফগান তালেবান। এতে ১০ হামলাকারীও নিহত হয়।

তালেবান মুখপাত্র ইউসুফ আহমাদি’র দাবি, ওই হামলায় কমপক্ষে ৬০ জন আফগান সেনা নিহত হয়েছে।

এছাড়াও ২০১৪ সালে ন্যাটো ও যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের যুদ্ধ শেষ করার ঘোষণা দেয়। এরপর থেকেই তালেবান হামলা সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সূত্র: বিবিসি ওয়ার্ল্ড

আরও পড়ুন:
কাবুলের মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩০

/এসএনএইচ/
সম্পর্কিত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
কাশ্মীর নিয়ে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে অস্বস্তিতে ভারত
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
সর্বশেষ খবর
নারী ও শিশুর ওপর সহিংসতায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ
নারী ও শিশুর ওপর সহিংসতায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ উপায়ে ডিম ব্যবহার করতে পারেন
চুলের গ্রোথ বাড়াতে এই ৫ উপায়ে ডিম ব্যবহার করতে পারেন
যশোরে পথচারীদের জন্যে বিশ্রাম পানি স্যালাইনের ব্যবস্থা
তীব্র দাবদাহযশোরে পথচারীদের জন্যে বিশ্রাম পানি স্যালাইনের ব্যবস্থা
বৃদ্ধি পেয়েছে ট্রাম্পের জনসমর্থন, কমেছে মার্কিনিদের মন্দার উদ্বেগ
বৃদ্ধি পেয়েছে ট্রাম্পের জনসমর্থন, কমেছে মার্কিনিদের মন্দার উদ্বেগ
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগবিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইতিহাসে এটাই প্রথম: প্রধান বিচারপতি
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু
সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু