X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যে প্রক্রিয়ায় জাতিসংঘের স্বীকৃতি পেলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ

মাহাদী হাসান
৩১ অক্টোবর ২০১৭, ২০:২৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২০:২৬
image

 

সোমবার (৩০ অক্টোবর) ফ্রান্সের প্যারিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ তালিকায় অন্তর্ভূক্ত করার ঘোষণা দেয় জাতিসংঘের শিক্ষা-বিজ্ঞান  ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। মূলত যুদ্ধ, সামাজিক পরিবর্তন, অভাব আর নিপীড়নের তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোকেই এই তালিকায় স্থান দেয় সংস্থাটি। ঘটনাগুলো বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের শান্তি, স্তিতিশীলতা ও পারস্পরিকতার বোঝাপড়ায় সহায়ক হতে পারে বলে মনে করে তারা।  ২০১৬-১৭ সালের জন্য এমন ৭৮টি ঐতিহাসিক ঘটনাকে তালিকায় স্থান দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে ইউনেস্কো। সেখানেই ঠাঁই পায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। একটি প্রক্রিয়া মেনে প্রতি দুই বছর পরপর এই তালিকা নবায়ন করে ইউনেস্কো।
যে প্রক্রিয়ায় জাতিসংঘের স্বীকৃতি পেলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ

ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ নামের এই প্রকল্পটি শুরু করে ১৯৯২ সালে। ২০১৬ সালের ৫ মার্চ বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোকে ইউনেস্কোর 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড' তালিকায় অন্তর্ভুক্ত করতে একটি গোলটেবিল বৈঠকও অনুষ্ঠিত হয়েছিলো। বৈঠকে ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ প্রোগ্রামে অন্তর্ভুক্তির জন্য প্রাথমিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে ১৩টি বিষয় সংযোজনের সুপারিশ করা হয়। ১৯৭১ সালের মার্চের ৭ তারিখে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ছাড়াও জাতীয় সঙ্গীত,মহান মুক্তিযুদ্ধের নানান ঘটনা, অমর একুশে-প্রভাত ফেরি এবং প্রভাত ফেরির গান, জয়নুল আবেদিনসহ দেশের বিশিষ্ট শিল্পীদের সৃজিত চিত্রকর্ম, বগুড়ার মহাস্থানগড়ে পাওয়া দেশের প্রাচীন শিলালিপি অন্তর্ভূক্ত করার আহ্বান জানায় বাংলাদেশ।

কোন বিষয়গুলো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ তালিকায় অন্তর্ভূক্ত হবে তা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি-আইএসি নামের একটি কমিটির তত্ত্বাবধানে যাচাইবাছাই করে ইউনেস্কো। আইএসি ২০১৬-১৭ সালের তালিকা প্রণয়নে ১৪ জন বিশেষজ্ঞ নিয়োগ করে। ওই বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জাতীয় আর্কাইভের মহাপরিচালক ড. আব্দুল্লাহ আলরাজি। চলতি বছর ২৪ থেকে ২৭ অক্টোবর বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নিয়ে আলোচনায় বসে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি-আইএসি। বিশেষজ্ঞ কমিটির সুপারিশের সঙ্গে সমন্বয় করে আইএসি ৭৮টি ঐতিহাসিক ঘটনাকে‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ তালিকায় স্থান দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই ৭৮ বিশ্বস্মৃতির মধ্যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটিও ছিল।

উল্লেখ্য, এখন পর্যন্ত সারাবিশ্বের মোট ৪২৭টি নথি মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে যুক্ত হয়েছে। এরমধ্যে পাথর থেকে শুরু করে, সাউন্ড রেকর্ডিং, ডিজিটাল কনটেন্ট সবই রয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি বিশ্বের ইতিহাসের এক অনন্য উপাদান। বিশ্বের বহু গবেষক সেই ভাষণের বহুমাত্রিক বিশেষত্ব উন্মোচন করেছেন। মাত্র ১৯ মিনিটের ভাষণে তিনি তুলে ধরেছিলেন বাঙালি জাতিগোষ্ঠীর নিপীড়িত হওয়ার সামগ্রিক ঐতিহাসিক ক্যানভাস। দিয়েছিলেন ভবিষ্যতের দিশা।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি বলেছেন, ‘এখন সারাবিশ্ব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারবে। এই ভাষণ বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার জন্য অনুপ্রেরণা। এই ভাষণেই জেগে উঠেছিলো পুরো জাতি।’ তিনি আরও বলেন, ‘এই ভাষণে স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত হয়ে যায় বাঙালিরা। মু্ক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই ভাষণ প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জুগিয়ে যায়।’

/বিএ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ