X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাবেক সৌদি যুবরাজের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৭, ১৮:০০আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৮:১১

মোহাম্মদ বিন নায়েফ সৌদি আরবের সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার ঘনিষ্ঠ স্বজনদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। একই ধরনের খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং ওয়াল স্ট্রিট জার্নাল।

২০১৭ সালের জুনে এই মোহাম্মদ বিন নায়েফ’কে হটিয়ে নতুন যুবরাজের দায়িত্ব নেন বর্তমান রাজার পুত্র মোহাম্মদ বিন সালমান। গৃহবন্দি হন নায়েফ।

বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এরইমধ্যে ব্যক্তিগত ও বিভিন্ন প্রতিষ্ঠানের ১২ হাজারেরও বেশি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ তালিকায় সর্বশেষ সংযোজন মোহাম্মদ বিন নায়েফ ও তার পরিবারের সদস্যরা।

যুবরাজের নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশনকে যে কাউকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া এ কমিশন যে কোনও সৌদি নাগরিকের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এরইমধ্যে রাজপরিবারের কিছু সদস্যের নামের একটি তালিকা বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে। তারা যেন কোনও অবস্থাতেই দেশত্যাগের সুযোগ না পান সে বিষয়ে এতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সাবেক সৌদি যুবরাজের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

এর আগে ৪ নভেম্বর ২০১৭ শনিবার রাতে দেশটির ১১ জন প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং ১০ জন সাবেক মন্ত্রীকে আটক করা হয়। এছাড়া  দুই প্রিন্স নিহত হওয়ার খবর এসেছে। ব্যাপক রদবদল করা হয়েছে মন্ত্রিসভায়। সবগুলো ঘটনায় উঠে আসছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম। যুবরাজের দাবি, তিনি দেশে সংস্কার করতে চান। তবে সমালোচকরা বলছেন, তিনি আসলে ক্ষমতা কুক্ষিগত করতে চান। নিজের একচ্ছত্র আধিপত্য কায়েমের পথে যাদেরই অন্তরায় বলে মনে করছেন; তাদেরই তিনি সরিয়ে দিচ্ছেন।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক সারাহ লিয়াহ হুইটসন। তিনি বলেন, মধ্যরাতে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা এবং গণগ্রেফতার উদ্বেগের জন্ম দিয়েছে। সৌদি সংবাদমাধ্যমে বিষয়টিকে যেভাবে যুবরাজের দুর্নীতিবিরোধী পদক্ষেপ হিসেবে প্রচার করছে; তাতে দৃশ্যত এই গণগ্রেফতারকে রাজপরিবারের অভ্যন্তরীণ ক্ষমতার খেলা বলে প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
আ. লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
লেবু খেলে মিলবে এই ৫ উপকারিতা
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
বিএনপি নেতা ফালুর বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি