X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কর ফাঁকির দায়ে যুক্তরাজ্যে বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকের কারাদণ্ড

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:২৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৬

কর ফাঁকির দায়ে যুক্তরাজ্যে মনির মিয়া নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক রেস্টুরেন্ট মালিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডসের স্টাফোর্ডশায়ারের নিজের ব্যবসা থেকে উপার্জিত আয় সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি স্বীকারের পর তাকে এ দণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তার কর ফাঁকি দেওয়া অর্থ উদ্ধারেও কার্যক্রম শুরু হয়েছে।

কারাদণ্ড আন্ডারকভার ট্যাক্স কর্মকর্তারা দ্য ক্রাউন অব ইন্ডিয়া নামের ওই রেস্টুরেন্টটিতে যাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

কর্মকর্তারা রেস্টুরেন্টটিতে যাওয়ার পর তাদের সন্দেহ হয় ৫৮ বছরের মনির মিয়া সেখান থেকে উপার্জিত আয়ের ব্যাপারে কর্তৃপক্ষকে সঠিক তথ্য দেননি। তিনি যে তথ্য দিয়েছিলেন সেটা বরং প্রতিষ্ঠানটির মোট আয়ের  একাংশ মাত্র। এরপর ছদ্মবেশী কর্মকর্তারা নিজেদের জন্য কারি সরবরাহের অর্ডার করেন। এ সময় তিনি মনির মিয়া তাদের খাবারের দামের সঙ্গে ভ্যাট করেন। তিনি দাবি করেন, ৯০ হাজার পাউন্ডের ট্যাক্স (মূল্য সংযোজন কর) এড়াতে তার রেস্টুরেন্টকে খুব বাজে অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

আন্ডারকভার কর্মকর্তাদের কাছে হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর নিজের অপরাধ স্বীকার করেন মনির মিয়া। জানান, রেস্টুরেন্টের আয় সম্পর্কে তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন।

বিষয় নিয়ে কথা বলেন রেভিনিউ অ্যান্ড কাস্টমস দফতরের ফ্রড ইনভেস্টিগেশন সার্ভিসের সহকারী পরিচালক পল মেবুরি। তিনি বলেন, মিয়া এবং তার পরিবার ওই রেস্টুরেন্ট থেকে অবৈধ ও করবর্হিভূত আয়ের অর্থ ভোগ করেছে। তিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্থায়নের স্থানকে বঞ্চিত করেছেন। এর মাধ্যমে তিনি নিজের সৎ প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে অন্যায্য সুবিধা ভোগ করেছেন।

পরে মিডল্যান্ডসের স্টাফোর্ডশায়ারের বিচারক ওয়ালস তাকে দুই বছরের কারাদণ্ড দেন। রায়ে বলা হয়, মনির মিয়া আর্থিক সুবিধা পেতে অসততার আশ্রয় নিয়েছেন; যা রাজস্ব ব্যবস্থার জন্য ক্ষতিকর।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ