X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা তিউনিসিয়ার

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৭, ১৭:০৩আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৭:০৭
image

তিউনিসিয়ার বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। এমিরেটস এয়ারলাইন্স যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন মেনে ফ্লাইট পরিচালনা না করবে ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। রবিবার (২৪ ডিসেম্বর) তিউনিসিয়ার পরিবহন মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি দুবাইগামী বিমানে চড়তে দুই তিউনিসীয় নারীকে বাধা দেওয়ার দুইদিন পর এমিরেটসের ফ্লাইট চলাচলের অনুমতি স্থগিত রাখার ঘোষণা দেওয়া হলো।

ইমিরেটস এয়ারলাইন্সের বিমান
শুক্রবার (২২ ডিসেম্বর) তিউনিস-কার্থেজ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই তিউনিসীয় নারীকে আমিরাতের একটি বিমানে উঠতে বাধা দেওয়া হয়। স্থানীয় একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে দুই নারীর একজন তাদের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন, “যখন আমরা বিমানবন্দরে পৌঁছালাম, দেখলাম পরিস্থিতি অনেক বিশৃঙ্খল। তারা (এমিরটস এয়ারলাইন্সের কর্মী) আমাদেরকে বললেন, যেসকল তিউনিসীয় নারীর বয়স ৩০ বছরের নিচে তারা তিউনিসিয়ার পাসপোর্ট দেখিয়ে আমিরাতের বিমানে উঠতে পারবেন না। আমি তাদেরকে বললাম, এটা ট্রানজিট ফ্লাইট মাত্র। তারা আমাকে বললেন, ‘না, বিমানে এক পাও দেবেন না’।” আরেক নারীর অভিযোগ, পুরুষ এবং ছেলে শিশুদের ওই বিমানে উঠতে দেওয়া হলেও ৩০ বছরের কম বয়সী নারদের সেই অনুমতি দেওয়া হয়নি।

এই ঘটনায় তিউনিসীয়দের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। রবিবার তিউনিসিয়ার পরিবহন মন্ত্রণালয় ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানায়, দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক আইন মেনে ফ্লাইট পরিচালনা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের উপর এ নিষেধাজ্ঞা থাকবে।

শুক্রবার তিউনিসিয়ায় নিযুক্ত আমিরাতি রাষ্ট্রদূত সালেম জিয়াবিকে তলব করা হয়। তিনি দাবি করেন, নিরাপত্তা সংক্রান্ত তথ্য পেতে দেরি হওয়ায় এ পরিস্থিতির তৈরি হয়েছে এবং এটা সাময়িক ছিল।

/এফইউ/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
সর্বশেষ খবর
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা