X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ের বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন, অন্তত ১৫ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৭, ০৯:০৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৩:১৫
image

ভারতের মুম্বাইয়ের কমলা মিলস ভবনের কয়েকটি রেস্তোরাঁ ও অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা আশেপাশের রেস্তোরাঁ ও অফিস ভবনে ছড়িয়ে পড়ে। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কমলা মিলস ভবন
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়, মধ্য মুম্বাইয়ের লোয়ার পারেল এলাকার কমার্শিয়াল হাব কমলা মিলস ভবনে বেশ কয়েকটি রেস্তোঁরা রয়েছে। গত কয়েক বছরে এগুলোর মধ্যে অনেকগুলিই হয়ে উঠেছে নাইট ক্লাব। এছাড়াও রয়েছে বার, পাব, গেমিং জোন ইত্যাদি। সপ্তাহশেষে এই এলাকায় প্রচণ্ড ভিড়  হয়। ‘ওয়ান অ্যাবাভ’ এমনই একটি রেস্তোঁরা। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে বারোটা নাগাদ সেখানে অন্তত ৫০ জন উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুন লাগে ‘ওয়ান অ্যাবাভ’ রেস্তোঁরায় শর্ট সার্কিট হয়ে, তারপর তা দ্রুত ছড়িয়ে যায় মোজোস লাউঞ্জ ও লন্ডন ট্যাক্সি পাব নামে আর দুটি রেস্তোঁরায়। আধঘণ্টারও কম সময়ে গোটা বহুতলটি গ্রাস করে নেয় আগুনের শিখা। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ধোঁয়ায় দম আটকে মারা গিয়েছেন অন্তত ১৫ জন। তাছাড়া অনেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। তাদের নিয়ে যাওয়া হয়েছে কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জনই নারী এবং তাদের বেশিরভাগেরই বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

দমকল বিভাগ মনে করছে, এখানকার বেশিরভাগ রেস্তোঁরায় অগ্নিনির্বাপণ সংক্রান্ত নিয়মকানুন মানা হয় না, সে কারণেই এত তাড়াতাড়ি ছড়িয়ে যায় আগুন। ওয়ান অ্যাভাব রেস্তোঁরা মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এবিপি আনন্দ জানায়, এই বহুতলে মিরর নাউ, জুম, টাইমস নাউয়ের মত বেশ কয়েকটি টিভি চ্যানেলের অফিস রয়েছে। আগুনে সেগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ রয়েছে সম্প্রচার। 

/এফইউ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বশেষ খবর
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ