X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ফের জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখার আহ্বান পোপের

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৮, ১৭:০০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৭:৩০

ফের জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। একইসঙ্গে তিনি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাগিদ দিয়েছেন। কোরীয় উপদ্বীপে বিদ্যমান উত্তেজনা প্রশমনে জোর দিয়েছেন আলাপ-আলোচনার ওপর। সোমবার কূটনীতিকদের উদ্দেশে দেওয়া বার্ষিক ভাষণে ভ্যাটিকানের এমন অবস্থান তুলে ধরেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ এ ধর্মগুরু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

পোপ ফ্রান্সিস কূটনীতিকদের উদ্দেশে পোপের বার্ষিক এ ভাষণ ‘স্টেট অব দ্য ওয়ার্ল্ড’ নামে পরিচিত। ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলেন পোপ ফ্রান্সিস। ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস জলবায়ু চুক্তিতে অটল থাকতে ওই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। ওই চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৮৮টি দেশ স্বাক্ষর করে। এতে বলা হয়, বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি এমন পর্যায়ে বেঁধে রাখার উদ্যোগে নেওয়া হবে, যাতে তা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়। বরং এটি দেড় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামিয়ে আনার চেষ্টা করা হবে।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে বরাবরই সরব পোপ ফ্রান্সিস। গত ডিসেম্বরে বড়দিনের বার্তায় তিনি জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখার আহ্বান জানান। তাগিদ দেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর।

বড়দিনে সেন্ট পিটারস স্কয়ারে জড়ো হওয়া হাজার হাজার অনুসারীর উদ্দেশে পোপ বলেন, আসুন আমরা প্রার্থনা করি যেন সব পক্ষ আলোচনার মধ্যেমে একটি সমঝোতায় উপনীত হয় এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ব্যাপারে একটি চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়।

গত ৭ ডিসেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে ফোনালাপেও জেরুজালেমের স্থিতাবস্থার রক্ষার ওপর জোর দেন পোপ ফ্রান্সিস। শহরটির স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা পরিহার করা উচিত বলে ফোনালাপে একমত হন দুই নেতা।

/এমপি/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
বরিশালে গরমে শ্রেণিকক্ষে ৫ শিক্ষার্থী অসুস্থ
বরিশালে গরমে শ্রেণিকক্ষে ৫ শিক্ষার্থী অসুস্থ
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না: দুদু
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নস্যাৎ সম্ভব না: দুদু
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ