X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নিউ ইয়র্ক আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি আকায়েদের

ব্রজেশ উপাধ্যায়, ওয়াশিংটন
১২ জানুয়ারি ২০১৮, ১১:৫৮আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১২:০১
image

নিউ ইয়র্কের ম্যানহাটনে বোমা হামলার অভিযোগে আটক বাংলাদেশি তরুণ আকায়েদ উল্লাহ আদালতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ম্যানহাটনের এক ফেডারেল আদালতে তাকে হাজির করা হয়।

আকায়েদ ১১ ডিসেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি ব্যস্ত এলাকায় বোমা বিস্ফোরণ ও হামলার চেষ্টা করেন আকায়েদ। ওই হামলায় আকায়েদসহ চারজন আহত হয়েছিলেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার কারাগারের নীল পোশাকে আদালতে হাজির হন আকায়েদ। দোষ স্বীকার করতে বলা হলে তিনি বলেন, ‘এই মুহূর্তে বলছি আমি নির্দোষ।’

তার আইনজীবী বারবারই অভিযোগ করছেন, যে তিনি পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত। তবে আদালত এখনও তাকে বাইরের চিকিৎসার অনুমতি দেয়নি।

বোমা হামলা ও হামলার চেষ্টা ছাড়াও বেশ কিছু অভিযোগ রয়েছে আকায়েদের বিরুদ্ধে। আনা হয়েছে গণপরিবহনে অগ্নিসংযোগ বা বিস্ফোরণের অভিযোগ। একজন ফেডারেল বিচারক তার বিরুদ্ধে ছয়টি অভিযোগ এনেছেন।

শুনানির প্রথম দিনে আকায়েদের বক্তব্য শোনা হয়। এরপর ঘটনাকে কেন্দ্র করে ফোন রেকর্ড শোনা ও ছবি দেখা হয়। তার ল্যাপটপের তথ্যও আদালতে হাজির করা হয়।

সরকারি আইনজীবী জানান, আকায়েদ উল্লাহ নিউইয়র্কের কেন্দ্রস্থলে পাইপবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়াতে চেয়েছিলেন। ‘আমেরিকার মাটিতে আইএসের সহিংসতা’ আনতে চেয়েছিলেন আকায়েদ।

যুক্তরাষ্ট্রে সন্ত্রাস সংশ্লিষ্ট মামলা সবসময়েই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। আকায়েদ উল্লাহর বিষয়টিও প্রেসিডেন্ট ট্রাম্পের নজরে এসেছে। তিনি বারবারই পারিবারিক অভিবাসন (চেইন মাইগ্রেশন) বিরোধিতা করে আসছেন। ছয় বছর আগে বাংলাদেশে থেকে যুক্তরাষ্ট্রে যান আকায়েদ উল্লাহ। চাচার মাধ্যমে ভিসা পান তিনি। আর চাচা ডিভি লটারি জিতে মার্কিন নাগরিকত্ব পান।

ফেডারেল গোয়েন্দারা দাবি করেন, ২০১৪ সালে আকায়েদ আইএস দ্বারা অনুপ্রাণিত হতে শুরু করেন। আইএস থেকে ভিডিও বার্তায় জানানো হয়, যেসব সমর্থকরা দেশ পাড়ি দিয়ে আইএস যোগ দিতে পারছেন না তারা যেন নিজ দেশেই হামলা চালায়। এই ভিডিওতে অনুপ্রাণিত হয়ে আকায়েদ ইন্টারনেটে খুঁজতে শুরু করেন কীভাবে বোমা তৈরি করা যায়।

পুলিশ জানিয়েছে, আকায়েদ তাদের কাছে স্বীকার করেছেন মার্কিন সরকারের মধ্যপ্রাচ্য নীতির কারণেই তিনি হামলা চালান। তার উদ্দেশ্য ছিল আতঙ্ক ছড়িয়ে দেওয়া। এজন্যই কর্মদিবসে হামলার সিদ্ধান্ত নেন তিনি।

হামলার দিন সকালে আকায়েদ ফেসবুকে লিখেছিলেন, ‘ট্রাম্প, তুমি তোমার জাতিকে রক্ষা করতে ব্যর্থ।’ আরেকটি বিবৃতিতে তিনি বলেন, তিনি আইএসের নামেই হামলা চালাচ্ছেন। আকায়েদের বাড়ি থেকে অনেকগুলো পাইপ, ক্রিসমাস ট্রি লাইট ও স্ক্রু পাওয়া গেছে। অনেকগুলো হাতে লেখা নোট ছিল। সেখানে লেখা ছিল, ‘আমেরিকা নিজের আগুনেই মরবে তুমি।’

 

/এমএইচ/এএ
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
গলা থেকে বরশি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বরশি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের