X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সীমান্ত থেকে ৩৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ভারত

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ১১:০৫আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৪:০২
image

চিরবৈরী পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ায় সীমান্ত এলাকা থেকে ৩৬ হাজার বাসিন্দাকে আরও ভেতরের দিকে সরিয়ে নিয়েছে ভারত। জম্মু-কাশ্মিরের ডেপুটি কমিশনারকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে। বিরোধপূর্ণ জম্মু-কাশ্মির সীমান্তবর্তী আর্নিয়া শহরের বাসিন্দারা সংবাদমাধ্যমটিকে বলেছেন, সম্প্রতি পাকিস্তানের বোমাবর্ষণের পরিমাণ ১৯৬৫ আর ১৯৭১ সালের যুদ্ধের চেয়েও বেশি।

পাকিস্তানের বোমাবর্ষণের কারণে সীমান্ত থেকে বাসিন্দাদের সিরয়ে নিচ্ছে ভারত। সংগৃহীত ছবি

গত ১২ জানুয়ারি (শুক্রবার) সেনাবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে করা এক প্রশ্নের জবাবে ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, পাকিস্তানের ‘পারমাণবিক ধাপ্পাবাজি’র জবাব দিতে প্রস্তুত রয়েছে তার বাহিনী। এরপরই কড়া প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। চিরবৈরী প্রতিবেশি দুই দেশ কথার লড়াইয়ের পাশাপাশি পরস্পরের সীমানায় গোলাবর্ষণও করে। পরের দিন ভারতের তরফে সাত পাকিস্তানি সেনা হত্যার দাবি করা হলেও পাকিস্তান জানায় তাদের তিন সৈন্য আর চারজন ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতের তরফ থেকে সীমান্ত অতিক্রম করে গোলাবর্ষণের দাবিও করা হয়।

ভারতীয় সাব ডিভিশনাল পুলিশ কর্মকর্তা সুরিন্দর চৌধুরী এক্সপ্রেস ইউকে-কে জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি শহর আর্নিয়া খালি করে ফেলেছেন তারা। ওই শহরের বেশিরভাগ বাড়ি খালি হয়ে পড়েছে বলেও জানান তিনি। পাকিস্তানের বর্ষণ করা বোমার আঘাতে দেড়শো ঘরবাড়ি ছাড়াও পুড়ে গেছে গবাদিপশু।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের ডেপুটি কমিশনার কুমার রাজিব রঞ্জন জানান, আর্নিয়া আর সুচেতগড় এলাকার ৫৮টি গ্রাম খালি করে ফেলেছেন তারা। তিনি জানান, ৩৬ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের অনেকেই ভারতের ভেতরের দিকে আত্মীয়-স্বজন অথবা পরিচিতজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। প্রায় এক হাজার মানুষ অন্যত্র সরে অস্থায়ী আশ্রয়ে বসবাস করছে। সরিয়ে নেওয়া হয়েছে পাঁচ হাজার গবাদিপশুও।

ওই এলাকা থেকে সরে আসা সাত্তার নামের এক বাসিন্দা জানান, পাকিস্তানের বোমা বর্ষণ থেকে বাঁচতে গিয়ে তিনি সব হারিয়ে ফেলেছেন। বলেন, ‘বাড়ি ছেড়েছি মানে সব ছেড়েছি।’ আশা রানি নামে আরেক বাসিন্দা বলেন, ‘পাকিস্তানের ফেলা বোমা আর আগুনের পরিমাণ এতো বেশি যে তা আমরা ১৯৬৫ সাল বা ১৯৭১ সালে যুদ্ধের সময়েও দেখিনি।’ ওই দুই বছরে প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যুদ্ধে জড়ায়।

এর আগে গত ১৭ জানুয়ারি (বুধবার) সীমান্ত এলাকায় বোমাবর্ষণ শুরু করে পাকিস্তান। তাতে এখন পর্যন্ত নয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

/জেজে/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ