X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

লাইবেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফুটবল তারকা জর্জ উইয়াহ

বিদেশ ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ২২:০৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ২২:৩৫

লাইবেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক আন্তর্জাতিক ফুটবল তারকা জর্জ উইয়াহ। এর মধ্য দিয়ে আফ্রিকার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফের স্থলাভিষিক্ত হলেন উইয়াহ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন লাইবেরিয়ান প্রেসিডেন্ট জর্জ উইয়াহ

উইয়াহের শপথ গ্রহণের মাধ্যমে পশ্চিম আফ্রিকার দেশটিতে গত ৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করা হলো। লাইবেরিয়ায় সর্বশেষ ১৯৪৪ সালে শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছিল। সে সময় উইলিয়াম তুবমানের কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন প্রেসিডেন্ট এডউইন বারক্লায়।

সোমবার (২২ জানুয়ারি) লাইবেরিয়ার রাজধানী মোনরোভিয়ার কাছে একটি স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঘানা, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, মালি, আইভোরি কোস্টের রাষ্ট্রপ্রধানসহ বেশ কয়েকজন আফ্রিকান ও বিদেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

১৯৬৬ সালের ১ অক্টোবর লাইবেরিয়ার রাজধানী মোনরোভিয়ার একটি বস্তিতে জন্ম নেন জর্জ উইয়াহ। এরপর ফুটবলার হিসেবে তারকা খ্যাতির মাধ্যমে দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পান। একমাত্র আফ্রিকান খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জয়ী জর্জ উইয়াহ রাজনীতির খাতায় নাম লিখিয়েছেন ১৫ বছর আগে। ২০০৫ সালে লাইবেরিয়ার প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়ে হেরে যান তিনি। ছয় বছর পর ভাইস প্রেসিডেন্ট পদেও পরাজয় হয় তার। এরপর ২০১৪ সালের ডিসেম্বরে নিজ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর এবার প্রেসিডেন্ট নির্বাচনেও জয় পেয়ে গেলেন তিনি। এমন জীবন কাহিনীর জন্য অনেক লাইবেরিয়ান ৫১ বছর বয়সী নেতাকে বীর হিসেবে অভিহিত করছেন।

নির্বাচনের আগে উইয়াহ দেশ থেকে দুর্নীতি দূর করার মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। লাইবেরিয়া আকরিক লোহা ও রাবার রফতানির ওপর নির্ভরশীল। তবে বর্তমানে দুটি পণ্যেরই দাম নিম্নমুখী। এছাড়া দেশটি মহামারী আকারে ছড়িয়ে পড়া ইবোলা রোগ মোকাবিলার চেষ্টা করে যাচ্ছে। দেশটিতে ইবোলায় আক্রান্ত হয়ে চার হাজারের বেশি মানুষ মারা গেছে। লাইবেরিয়া বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। দেশটির ৮০ শতাংশ মানুষের দৈনিক আয় দেড় ডলারেরও কম।

 

/আরএ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
সর্বশেষ খবর
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা
চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু