X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাল্টিক সাগর অঞ্চলে ক্ষেপণাস্ত্রের উপস্থিতি বাড়িয়েছে রাশিয়া

বিদেশ ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫১

পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির জবাবে বাল্টিক সাগর অঞ্চলে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া। কালিনিনগ্রাদে অবস্থিত সামরিক ঘাঁটিতে বেড়েছে পারমাণবিক বোমা বহনে সক্ষম ৯কে৭২০ ইস্কন্দার নামক রুশ ক্ষেপণাস্ত্রের সংখ্যা। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমালোচনার জবাবে মঙ্গলবার রাশিয়া বলেছে, নিজ ভূখণ্ডে অস্ত্র মজুদের সার্বভৌম অধিকার তার রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

বাল্টিক সাগর অঞ্চলে ক্ষেপণাস্ত্রের উপস্থিতি বাড়িয়েছে রাশিয়া রাশিয়া গত বছর প্রথম কালিনিনগ্রাদে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে। পোল্যান্ড ও রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিগুলোকে রাশিয়া তার ঘরের কাছে থাকা বড় হুমকি বলে মনে করতো। যুক্তরাষ্ট্রের দাবি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিগুলো স্থাপনের কারণ হচ্ছে ইরান। তবে এমন দাবি মানতে নারাজ রাশিয়া। এসব ঘাঁটিকে নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে মস্কো।

রাশিয়ার আশঙ্কা, পোল্যান্ড ও লিথুনিয়ায় গোপনে সেনা সংখ্যা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তাই এবার কালিনিনগ্রাদে আরও ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ভ্লাদিমির শামানোভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে কোনও সামরিক পদক্ষেপ শক্তভাবে মোকাবেলা করা হবে।

রাশিয়া মনে করে তার চৌহদ্দিতে যুক্তরাষ্ট্রের সেনা ও সমরাস্ত্র বাড়াবার প্রচেষ্টা ন্যাটোর সঙ্গে রাশিয়ার সমঝোতার খেলাপ। তবে ন্যাটোর একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ন্যাটোর তরফ থেকে সমঝোতার কোনও শর্ত ভঙ্গ হয়নি। যদিও ইস্কান্দার ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক বোমা বহনে সক্ষম। এটি সর্বোচ্চ ৫০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে।

ইস্কান্দার ক্ষেপণাস্ত্রসজ্জিত কালিনিনগ্রাদ ন্যাটোভুক্ত অঞ্চলের এতোটাই কাছে যে, ইউরোপের দেশগুলোর অর্ধেকেরই রাজধানী এর আওতায় রয়েছে। কালিনিনগ্রাদ ওব্লাস্টটি একটি ছিটমহল যা অন্য দেশের মাধ্যমে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এর এক পাশে বাল্টিক সাগর এবং অন্য তিন পাশে লিথুনিয়া, বেলারুশ ও পোল্যান্ড অবস্থিত।

/এএমএ/এমপি/
সম্পর্কিত
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে