X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

হুথিদের ক্ষেপণাস্ত্র সরবরাহ, জাতিসংঘে ইরানবিরোধী প্রস্তাবের খসড়া

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০৬

ইয়েমেনে শিয়াপন্থী সশস্ত্র বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘটনায় ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব আনতে চায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। তিন দেশের পক্ষ থেকে এরইমধ্যে এ সংক্রান্ত একটি খসড়া তৈরি করা হয়েছে। রবিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, খসড়া প্রস্তাবটি তারা দেখতে পেয়েছে।

জাতিসংঘের লোগো রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স চাইছে হুথিদের ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধে ব্যর্থতার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যেন ইরানের বিরুদ্ধে নিন্দা জানায়। খসড়া প্রস্তাবে নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে আলোচনার মাধ্যমে খসড়া প্রস্তাবটি তৈরি করেছে যুক্তরাজ্য। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে খসড়াটি বিতরণ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন থেকেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতাকে ‘সবচেয়ে খারাপ চুক্তি’ হিসেবে আখ্যায়িত করে আসছেন। তবে তেহরান বলছে, তারা শেষ পর্যন্ত এ চুক্তি মেনে চলবে। চুক্তি ছেড়ে বেরিয়ে গেলে বরং যুক্তরাষ্ট্রকেই ভুগতে হবে। এরমধ্যেই নতুন করে নিরাপত্তা পরিষদে দেশটির বিরুদ্ধে খসড়া তৈরির ঘটনা ঘটলো।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনে শুরু হওয়া গৃহযুদ্ধ এখনও চলছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখলের পর এই সংঘাত তীব্রতা পায়। পরে ২০১৫ সালের মার্চ থেকে নির্বাসিত সরকারের সমর্থনে ও হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এ হামলায় এ পর্যন্ত অন্তত ১৩ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন দেশটির ১১ শতাংশ মানুষ।

গত ১ ফেব্রুয়ারি আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছিল, হুথি বিদ্রোহীরা ইয়েমেনে তৈরি কাহের এম-২ ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে পশ্চিমা দেশগুলো মনে করে ইরানই হুথিদের ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম সরবরাহ করে। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলে খেলা জুয়েল কেন ‘উধাও’
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলে খেলা জুয়েল কেন ‘উধাও’
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো