X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বন্দুক হামলা রুখতে শিক্ষকদের সশস্ত্র হওয়ার প্রস্তাব ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:৩৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪২

স্কুলে ঢুকে পড়ে নির্বিচার গুলির ঘটনা রুখতে শিক্ষকদের কাছে অস্ত্র রাখার প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য অনেক আগে থেকেই একই মত দিয়ে আসছে দেশটির শক্তিশালী অস্ত্র সমর্থক গ্রুপ ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন। গত সপ্তাহের ফ্লোরিডার স্কুলের ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থী ও নিহতদের স্বজনেরা র‌্যালি করে ট্রাম্পের সঙ্গে দেখা করতে আসলে তিনি বলেন, শুধু গোপনে অস্ত্র বহন নয় তা চালানোর প্রশিক্ষণও থাকা উচিত তাদের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে ট্রাম্পের এই প্রস্তাবকে হাত তালি দিয়ে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ফ্রোরিডায় গুলির ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাত করেন ট্রাম্প
গত সপ্তাহে ফ্লোরিডার মেজরিটি ডগলাস হাইস্কুলে ঢুকে পড়ে সাবেক এক শিক্ষার্থীর নির্বিচারে চালানো গুলিতে নিহত হয় ১৭ জন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর দাবিতে ওই ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থী ও স্বজনেরা ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে আসেন। ওয়াশিংটনের সাবওয়ে থেকে র্যা লি নিয়ে হোয়াইট হাউসে পৌঁছালে মার্কিন প্রেসিডেন্ট তাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যানসনের ডাইনিং হলে সাক্সাৎ করেন। ঘণ্টাব্যাপী ওই সাক্ষাতে রিপাবলিক্যান প্রেসিডেন্ট অস্ত্র কেনার ক্ষেত্রে পূর্বের কার্যকলাপ আরও ভালোভাবে খতিয়ে দেখা হবে বলে জানান।
ট্রাম্প বলেন, আমরা পূর্বের কার্যকলাপ খতিয়ে দেখার ক্ষেত্রে আরও কঠোর হবো। অস্ত্র ক্রয়কারীদের মানসিক স্বাস্থ্যের ওপরও জোর দেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট শিক্ষকদের অস্ত্র রাখার পক্ষে মত দেন। অবশ্য শক্তিশালী অস্ত্র সমর্থক গ্রুপ ন্যাশনাল রাইফেল এসোসিয়েশন অনেক আগে থেকেই এই মত দিয়ে আসছে। অস্ত্রের ব্যবহার বিস্তৃত করতে আইন প্রণেতাদের নানাভাবে প্ররোচিত করে গ্রুপটি লবি গ্রুপ নামে পরিচিত।
ফ্লোরিডার শিক্ষার্থীদের তিনি বলেন, যদি তোমাদের একজন অস্ত্রে পারদর্শী শিক্ষক থাকতো তাহলে এই আক্রমণ খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া যেত।
শিক্ষকের কাছে লুকানো অবস্থায় অস্ত্র থাকতে পারে মত দিয়ে এর বৈপরিত্যও তুলে ধরেন ট্রাম্প। বলেন, তাদেরকে বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে আর তোমাদের কোনও বন্দুকমুক্ত এলাকায় থাকা হবে না।
ট্রাম্প বলেন, বন্দুকমুক্ত কোনও এলাকা উন্মত্ত কোনও কাপুরুষের কাছে এমন এক এলাকা যেন চলো যাই, আক্রমণ করি।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য কলেজ এলাকায় গোপনে অস্ত্র রাখার অনুমতি দিলেও ফ্লোরিডায় তা নেই।
ফ্লোরিডার স্কুলে ওই গুলির ঘটনার পর অস্ত্র আইন সংশোধনে সংঘবদ্ধ আন্দোলনে নেমেছেন মার্কিন তরুণেরা। শিকাগো, ইলিনয়, পিটসবার্গ, পেনিনসুলা, ফিনিক্স, এরিজোনার শিক্ষার্থীরাও ফ্লোরিডার শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে ক্লাসের বাইরে বের হয়ে আসে।

/জেজে/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড