X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

২০২৩ সালের পরও চীনের প্রেসিডেন্ট থাকছেন শি জিনপিং!

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:১৪

২০২৩ সালের পরও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দায়িত্বের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এজন্য দুই মেয়াদের মধ্যে প্রেসিডেন্টের মেয়াদ সীমাবদ্ধ রাখা সংক্রান্ত সংবিধানের একটি ধারা বাতিলের প্রস্তাব করেছে দলটি। গত বছর শি জিনপিংকে মাও সেতুংয়ের পর সবচেয়ে ক্ষমতাশালী নেতার স্বীকৃতি দেয় তার দল। এমনকি শি জিনপিংয়ের আদর্শকে পার্টির সংবিধানেও যুক্ত করার মাধ্যমে তাকে একচ্ছত্র ক্ষমতাও দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ঝিনহুয়া রবিবার এই খবর নিশ্চিত করেছে। সংস্থাটির খবরে বলা হয়, চীনের বর্তমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পাঁচ বছর করে দুই মেয়াদে ১০ বছরের বেশি দায়িত্বে থাকতে পারবেন না। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এ সংক্রান্ত ধারাটি পরিবর্তন করার প্রস্তাব করেছে। খবরে প্রস্তাবের ব্যাপারে আর বিস্তারিত কিছু না জানানো হলেও শিগগিরই তা প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বেইজিংয়ে এক বৈঠকে বসবে। সেখানে প্রস্তাবটি নিয়ে আলোচনা হবে। আগামী ৫ মার্চ দেশটির ন্যাশনার পিপলস কংগ্রেসের পূর্ণ অধিবেশন শুরু হবে। দলের কেন্দ্রীয় কমিটিতে আলোচনার পর তা অনুমোদনের জন্য কংগ্রেসে আইনপ্রণেতাদের কাছে পাঠানো হবে।

১৯৯০ এর প্রেসিডেন্টের মেয়াদ ১০ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত মাও সেতুংয়ের পরবর্তীতে বিশৃঙ্খলা ও পরবর্তীতের তার পরিণামের পুনরাবৃত্তি ঠেকাতেই চীনের বর্ষীয়ান নেতা হওয়া ডিং জিয়াওপিং এই উদ্যোগ নেন। শি জিনপিং ২০১৩ সালে দায়িত্ব গ্রহণ করেন। টানা দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় নিয়ম অনুযায়ী ২০২৩ সালে তার দায়িত্ব ছাড়ার কথা। তবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকেই দলের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছেন তিনি।

 

/আরএ/
সম্পর্কিত
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা