X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পূর্ব ঘৌটায় আসাদ বাহিনীর তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে: পর্যবেক্ষক সংস্থা

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০১৮, ২০:০৬আপডেট : ১০ মার্চ ২০১৮, ২৩:২৪

বিদ্রোহীদের কাছ থেকে পূর্ব ঘৌটার নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে রাশিয়া সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী তাৎপর্যপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। শনিবার সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ করা যুক্তরাজ্যভিত্তিক একটি সংস্থা এই খবর জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের সংস্থাটি বলছে, পূর্ব ঘৌটার বড় দুটি শহর অবরুদ্ধ করে রেখে শহরদুটির সংযোগ সড়ক ও আশেপাশের এলাকার দিকে অগ্রসর হচ্ছে সিরীয় বাহিনী। তবে বিদ্রোহীদের তরফ থেকে ওই খবর নিশ্চিত করা হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব খবর জানিয়েছে।

পূর্ব ঘৌটার পথে বাসার আল আসাদের বাহিনী

জাতিসংঘের হিসাব অনুযায়ী বিদ্রোহী অধ্যুষিত পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ওই এলাকার নিয়ন্ত্রণ নিতে তিন সপ্তাহ আগে বিমান হামলা শুরু করে সিরিয়ার সরকার সমর্থিত বাহিনী। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওই হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত ৯৭৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা। গত শুক্রবার দশ দিনের মধে্য প্রথমবারের মতো বিমান হামলা বন্ধের সুযোগে সেখানে ত্রাণ পৌঁছাতে সক্ষম হয় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। এরপরই সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় পূর্ব ঘৌটায় বিমান হামলা জোরালো করেছে সরকার সমর্থিত বাহিনী। শনিবার একটি পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে জোরদার করা হামলায় সাফল্য পেয়েছে আসাদের বাহিনী।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও সিরিয়ার মিত্র হেজবুল্লাহ গোষ্ঠী পরিচালিত সংবাদমাধ্যমের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, পূর্ব ঘৌটার মিসরাবা শহর দখল করে নিয়েছে আসাদের বাহিনী। আশপাশের খামারগুলোর দিকে অগ্রসর হচ্ছে তারা।

পূর্ব ঘৌটার বড় দুটি শহর দুমা ও হারাস্তার দক্ষিণে অবস্থিত শহর মিসরাবা। এই শহরের মধ্যেই রয়েছে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দুমা ও হারাস্তার মধ্যকার সংযোগতৈরিকারী সড়ক।পর্যবেক্ষকরা বলছেন, ওই সড়ক এখন সিরিয়ার সেনাবাহিনীর দখলে।

রয়টার্স বলছে, সরকারি বাহিনীর নিয়ন্ত্রণের বিষয়ে মন্তব্যের জন্য পূর্ব ঘৌটার মূল দুই বিদ্রোহী গোষ্ঠী জয়েশ আল ইসলাম ও ফাইলাক আল রহমানের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। সম্প্রতি ওই দুটি গোষ্ঠী দাবি করে সিরিয়ার বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে কয়েকটি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পূর্ব ঘৌটার প্রান্ত থেকে সরাসরি সম্প্রচারিত ফুটেজ দেখানো হয়। ওই ফুটেজে বিস্ফোরণের শব্দের সঙ্গে বাড়িঘর গাছপালার আড়াল থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়।

 

/জেজে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে শেনজেন স্টাইলের ভিসা?
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট