X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আজমির শরিফে যেতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের

বিদেশ ডেস্ক
১৯ মার্চ ২০১৮, ১৬:৫৬আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৩:৫৮

দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করে ভারত, পাকিস্তান থেকে আজমির শরিফে খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজারে যেতে ইচ্ছুক ব্যক্তিদের বাধা দিচ্ছে, পাকিস্তানের এমন দাবির পেছনে রয়েছে ভিসা সংক্রান্ত জটিলতা। ভারতের ওই সুফির মাজারে অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক পাকিস্তানী নাগরিকদের ভিসা না পাওয়ার বিষয়ে সোমবার দেওয়া পাকিস্তানের বক্তব্য উঠে এসেছে দ্যা হিন্দুর এক প্রতিবেদনে। ভিসা না দেওয়ায় পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের বিরুদ্ধে ১৯৭২ সালে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘনের অভিযোগ জানিয়ে বলেছে, ভারতের এরকম সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বাধাগ্রস্ত করবে।

আজমির শরিফে যেতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের

কূটনীতিকদের হয়রানি করা নিয়ে ভারত ও পাকিস্তান দুই দেশই একে অপরকে দোষারোপ করেছে কিছুদিন আগে। অভিযোগে পাকিস্তান বলেছিল, কূটনীতিকদের সন্তানরাও ভারতে হয়রানির হাত থেকে রক্ষা পাচ্ছে না। আর ভারত জানিয়েছিল, পাকিস্তান সে দেশে নিয়োজিত ভারতীয় দূতাবাস কর্মকর্তার ল্যাপটপ পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। তাছাড়া সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত বেড়েছে সাম্প্রতিককালে। এরকম পরিস্থিতিতে এবার পাকিস্তানের অভিযোগ আজমির শরিফে যেতে না দেওয়া নিয়ে।

আজমির শরিফে যেতে ইচ্ছুক পাকিস্তানীদের সমস্যা প্রসঙ্গে পাকিস্তান গভীর হতাশা ব্যক্ত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্চের ১৯ থেকে ২৯ তারিখের মধ্যে অনুষ্ঠিতব্য খাজা মইনুদ্দীন চিশতীর ওরস অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছিলেন ৫০৩ জন পাকিস্তানী। ১৯৭৪ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তীর্থযাত্রীদের মাজার ও বার্ষিক অনুষ্ঠানগুলোতে যোগ দিতে ভারতীয় ভিসা পাওয়ার কথা। ২০১৭ সালের শেষ দিকেও খাজা নিজামুদ্দিন চিশতীর ওরসে যেতে ইচ্ছুক পাকিস্তানীদের ভিসা না পাওয়া নিয়ে অভিযোগ করেছিল পাকিস্তান। পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে, ভারত এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

২০১৭ সালের ৩০ ডিসেম্বর পাকিস্তান এক বিবৃতিতে ওই ঘটনার বিষয়ে হতাশা ব্যক্ত করেছিল। তখন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল, পাকিস্তান বিশেষ ট্রেন পাঠানোর প্রস্তাব করলেও ভারতের অনাগ্রহে গুরু অর্জন দেবের শাহাদাৎ দিবস ও মহারাজা রণজিৎ সিংয়ের মৃত্যুবার্ষিকীতে অংশগ্রহণ করতে পারেনি ভারতের শিখরা । দ্যা হিন্দু পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্রের ভাষ্য উল্লেখ করেছে, ভারতের এমন সিদ্ধান্ত শুধু দ্বিপাক্ষিক চুক্তি ও মানবাধিকারের লঙ্ঘনই নয় বরং দু দেশের জনগণের মধ্যে গড়ে ওঠা সমঝোতারও খেলাপ। পাকিস্তান আরও মনে করে, দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে এরকম সিদ্ধান্তে।

উল্লেখ্য, ভারত বারংবার পাকিস্তানের বিরুদ্ধে অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছে । এমন কি অনুপ্রবেশের আশঙ্কায় তারা রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দিতেও অপারগতা জনিয়েছে তাদের দেশের আদালতের কাছে দেওয়া এক হলফনামায়।

প্রাসঙ্গিকঃ কূটনীতিকদের হয়রানির পাল্টাপাল্টি অভিযোগ ভারত ও পাকিস্তানের

/এএমএ/
সম্পর্কিত
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বশেষ খবর
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?