X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুমকি চীনের

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৮, ১৫:১০আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৫:৪৯
image

চীনা পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে পাল্টা মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে চীন। শুক্রবার (২৩ মার্চ) চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান খবরটি জানিয়েছে। বিবৃতিতে হুঁশিয়ার করে বলা হয়, ‘চীন বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না, তবে কেউ বাণিজ্য যুদ্ধ শুরু করলে তাতে জড়াতে ভয়ও পাবে না।’

এবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা চীনের
সম্প্রতি এক ওই টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনার কথা জানান। শিগগিরই তা কার্যকর হবে বলেও জানান তিনি। আমদানি শুল্ক আরোপকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহত্তর অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরির পর এশিয়ার শেয়ার বাজারে পতন দেখা দেয়। এর মধ্যেই বৃহস্পতিবার (২২ মার্চ) ৫০ বিলিয়ন ডলার সমমূল্যের আমদানিকৃত চীনা পণ্যে শুল্ক আরোপের জন্য একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এ ব্যাপারে জানাশোনা রয়েছে এমন এক সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ১০০টিরও বেশি পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।

এ পরিস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি করার জন্য যত দ্রুত সম্ভব আলোচনায় বসতে ওয়াশিংটনকে আহ্বান জানায় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। তবে এর জন্য কোনও সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে ‘গুরুতরভাবে ক্ষুণ্ন’ করবে। যুক্তরাষ্ট্রকে শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘চীন আশা করে যুক্তরাষ্ট্র তার জায়গা থেকে সরে আসবে, বিচক্ষণ সিদ্ধান্ত নেবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে একটি বিপজ্জনক জায়গায় টেনে নিয়ে যাওয়া থেকে বিরত থাকবে।’  

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্তরাষ্ট্রের সয়াবিন, বিমান, গাড়ি ও তুলার ওপর আমদানি শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে। এছাড়া ওয়াইন ও আপেলের ওপরও শুল্ক আরোপ হতে পারে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এও যুক্তরাষ্ট্রের সয়াবিন ও গাড়িকে আমদানি শুল্ক আরোপের সম্ভাব্য নিশানা হিসেবে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওপর বদলা হিসেবে কিছু পণ্য রফতানিও বন্ধ করে দিতে পারে চীন। তবে মার্কিন পণ্য বর্জন করা না করার বিষয়টি সাধারণ মানুষদের হাতেই ছেড়ে দেওয়া হবে।

গ্লোবাল টাইমসে প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়, ‘সময় যখন হবে তখন শুধু চীনা সরকারই যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের জবাব দেবে না, চীনের অনেক জনগণ এটাকে জনযুদ্ধে পরিণত করতে চাইবে। বিশ্বাস হচ্ছে না? চেষ্টা করেই দেখো না।’

 

 

/এফইউ/
সম্পর্কিত
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
ইসরায়েল কি যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হবে?
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি