X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পাঁচ মাসের ব্যবধানে ফ্রান্সে আবারও জঙ্গি হামলা

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৮, ১৮:১২আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৯:১৫

ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ট্রিবিসের একটি সুপার শপে এক বন্দুকধারী ঢুকে পড়ে অন্তত একজনকে জিম্মি করেছে। ওই ঘটনায় একজন নিহত হয়েছে। তবে তিনি হামলাকারী কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। লোকাল ফ্রান্সের খবরে বলা হয়েছে, ওই শহর থেকে ১৫ মিনিট দূরত্বের কারকাসানো শহরে এক পুলিশ গুলিবিদ্ধ হয়েছে। তবে দুটি ঘটনার মধ্যে কোনও সংশ্লিষ্টতা আছে কিনা তা জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে দেশটির প্রসিকিউটরের বরাতে বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠী আইএস সুপার শপে হামলার সঙ্গে জড়িত। গত বছরের অক্টোবরে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়ার পর এক রেলস্টেশনে হামলায় দুই নারী নিহত হয়।

পাঁচ মাসের ব্যবধানে ফ্রান্সে আবারও জঙ্গি হামলা

ট্রিবিসের পরিস্থিতিকে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ্পে। ঘটনাস্থলের পথে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলোম্ব। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রিবিসের সুপার শপে স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে এক বন্দুকধারী ঢুকে পড়ার পর গুলির শব্দ শোনা যায়। 

ফরাসি সংবাদপত্র লা দেপেচে দু মিদির খবরে বলা হয়েছে, আনুমানিক ৩০ বছর বয়সী সশস্ত্র হামলাকারীর সঙ্গে এক বা একাধিক গ্রেনেড রয়েছে। আর তিনি ‘সিরিয়ার প্রতিশোধ’ চান বলে চিৎকার করেছেন। আরেক প্রত্যক্ষদর্শী বলেছেন, আল্লাহ আকবর বলেই গুলি ছোড়া শুরু করে ওই হামলাকারী।

বিবিসির খবরে ওই ঘটনায় একজন নিহত হওয়ার কথা বলা হলেও কয়েকটি ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে দুজন নিহত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় পুলিশ প্রধান জেন ভ্যালেরি লেটারম্যান বলেছেন, আমাদের ধারণা একজন মারা গেছেন। তবে কোনও ডাক্তার নিয়ে সেখানে পরীক্ষা করা সম্ভব হয়নি। ওই এলাকা শত শত পুলিশ সদস্য ঘিরে ফেলেছে বলে জানান তিনি।

২০১৫ সালের পর থেকে বেশ কয়েকবার জঙ্গি হামলার শিকার হয়েছে ফ্রান্স। সে বছরের নভেম্বরে প্যারিসে এক হামলায় ১৩০ জন নিহত হলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। গত বছরের অক্টোবরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। ওই মাসেই ফ্রান্সের বন্দর নগরী মার্সেইর রেলস্টেশনে ছুরি হাতে ৩০ বছর বয়সী এক আফ্রিকান নাগরিক হামলা চালালে দুই নারী নিহত হয়। জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলাকারীকে নিজেদের সদস্য বলে দাবি করে।

 

/জেজে/
সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
নারী ফুটবল লিগ থেকে চারটি দলের ভোটাধিকার থাকছে!
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?