X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ইউটিউব কার্যালয়ে হামলা

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০১৮, ১০:০৭আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১০:১৭

সামাজিক মাধ্যম ইউটিউবের প্রধান কার্যালয়ে হামলার প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ফুটে উঠেছে ঘটনার ভয়াবহতা। হামলাকারী এক নারীর গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে। পরে আত্মঘাতী হয়েছেন ওই নারীও। তবে হামলায় সময় ইউটিউব কর্মীরা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিলেন।

ইউটিউব কার্যালয়ে হামলার পর পুলিশের তৎপরতা

ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজার টুড শিরম্যান নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, যখন প্রথম বুঝতে পারেন কোথাও ঝামেলা হয়েছে, তখন তিনি একটি মিটিংয়ে ছিলেন। নিচের তলা থেকে লোকজনের দৌড়াদৌড়ির আওয়াজ পাওয়া যাচ্ছিল। প্রথমে তিনি ভেবেছিলেন ভূমিকম্পের কারণে সবাই এমন করছে। তিনি আরও লিখেছেন, ‘রুম থেকে বের হওয়ার পরও জানতে পারিনি কী চলছিল। কিন্তু আরও বেশি মানুষ পালাচ্ছিল। কোনও মহড়া নয়, সবাইকে ভয়ার্ত মনে হচ্ছিল।’

তবে বাইরের দিকে যাওয়া শুরু করলে শিরম্যান বুঝতে পারেন ব্যাপারটা খুবই ভয়ংকর। তিনি কোনও একজনকে বলতে শোনেন, ভেতরে একজন বন্দুক নিয়ে ঢুকেছে। আরেকজন বলেন, কেউ একজন পেছনের দরজার কাছে গুলি করেছে। তারপর তাদের ওপরও গুলি চালিয়েছে। তিনি লিখেছেন, ‘এটা শোনার পর সবাইকেই আমার কাছে সম্ভাব্য হামলাকারী মনে হচ্ছিল।’  

ভবন থেকে বাইরে যাওয়ার সময় শিরম্যান মেঝে ও সিঁড়িতে রক্ত দেখতে পান। তিনি আশেপাশে হামলাকারীকে খুঁজতে থাকেন আর নিচতলার দিকে যান। বাইরে পুলিশ সদস্যরা অস্ত্রসহ প্রস্তুত ছিলেন।

পাশের সান মাতেও ক্যাম্পাস থেকে স্ন্যাপচ্যাটে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, পুলিশ রণভঙ্গিতে পুরো ভবন ঘিরে রেখেছে। কর্মীরা মাথার উপর হাত তুলে সেখান থেকে বের হয়ে আসছেন।

শিরম্যান লিখেছেন, বের হয়ে তিনি যা যা দেখেছেন তা পুলিশকে বলেছেন। সেখান থেকে হেঁটে রাস্তায় গিয়ে সহকর্মীদের সঙ্গে দেখা করেন। পরে একটি গাড়িতে করে তিনি বাড়ি চলে যান।

এই ঘটনায় দুইটি হাসপাতাল গুলিতে আহতদের রোগী ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: ইন্ডিপেনডেন্ট। 

/আরএ/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা