X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

দুর্নীতির দায়ে চীনের সাবেক শীর্ষনেতার যাবজ্জীবন কারাদণ্ড

বিদেশ ডেস্ক
০৮ মে ২০১৮, ১৩:৩৮আপডেট : ০৮ মে ২০১৮, ১৫:৩১
image

চীনা কমিউনিস্ট পার্টির সাবেক এক শীর্ষনেতাকে ঘুষ জালিয়াতির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২ কোটি ৬৭ লাখ ডলারেরও বেশি পরিমাণ ঘুষ গ্রহণের ঘটনায় দোষী সাব্যস্ত করে চীনের সাবেক এ শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে এ দণ্ড ঘোষণা করা হয়। চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় সর্বশেষ সংযোজন সুন। সমালোচকদের অভিযোগ, শি’র এ অভিযান যতটা না দুর্নীতিবিরোধী, তারচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী নির্মূলের অভিযান।  

সুন
৫৪ বছর বয়সী সুন ঝেং চাই হলেন সাবেক পলিটব্যুরো সদস্য। চংকিং শহরের সাবেক দলীয় প্রধানও তিনি। একসময় সুনকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। ঘুষ গ্রহণের দায়ে গত এপ্রিলে তাকে অভিযুক্ত করা হয়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, মঙ্গলবার (৮ মে) উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনের একটি আদালত সুন ঝেং চাইয়ের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন। গুরুত্বপূর্ণ পদে বহাল থাকাকালে নিজের এবং অন্যদেরকে আর্থিকভাবে লাভবান করতে সুন সুবিধা নিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গত এপ্রিলে একদিনের বিচারেই তাকে দোষী সাব্যস্ত করা হয়। সিনহুয়া জানিয়েছে, সুনের ‘অবৈধ অর্জন’গুলো বাজেয়াপ্ত করা হবে।

চীনা প্রেসিডেন্ট শি জিন পিং দেশজুড়ে ছড়িয়ে পড়া দুর্নীতি মোকাবিলায় অভিযান চালাচ্ছেন। শি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১০ লাখেরও বেশি নেতা ও কর্মকর্তাকে সাজা দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে এবং তার অবস্থানকে চ্যালেঞ্জকারী নেতাদের দমাতে এ দুর্নীতিবিরোধী অভিযান চালাচ্ছেন শি।

শি জিনপিং ২০১২ সালে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। এ বছর সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে চীনে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের পিপলস পার্টির বার্ষিক সম্মেলনে প্রেসিডেন্টের জন্য নির্ধারিত দুই মেয়াদের অবসান ঘটানোর মধ্য দিয়ে তার আজীবন ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হয়েছে। এই সংশোধনীর কারণে তিনি একইসঙ্গে আজীবন পার্টি ও সামরিক বাহিনীর প্রধান থাকবেন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই শি দেশটির ইতিহাসে ধারাবাহিকভাবে আত্মপ্রত্যয়ী ও নিরঙ্কুশ কর্তৃত্ববাদী একটি যুগের সূচনা করেন। একই সাথে তার হাত ধরে চীন এক নতুন জাগরণ দেখতে পেয়েছে বলেও উল্লেখ করা হয়। পরাক্রমশালী দেশ হিসেবে বিশ্বের কাছে চীনের অবস্থান পাকাপোক্ত করতে তিনিই এখন সামনে থেকে কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন। দুর্নীতিবিরোধী অভিযানে সফলতার পাশাপাশি ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত বছর অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিন্তাকে দলীয় গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করে চীনের কমিউনিস্ট পার্টি। আধুনিক চীনের রূপকার হিসেবে স্বীকৃত মাও সে তুংয়ের পর শি জিনপিং হলেন দ্বিতীয় ব্যক্তি, ক্ষমতাসীন থাকা অবস্থায় যার চিন্তা দলীয় গঠনতন্ত্রে মতাদর্শের মর্যাদা পায়। মতাদর্শের মর্যাদা পাওয়ায় মাওয়ের মতবাদ যেমন মাওবাদ হিসেবে বিবেচিত হয়, শি’র চিন্তাধারাও বিবেচিত হচ্ছে শিবাদ হিসেবে। এর বিরুদ্ধে যেকোনও চ্যালেঞ্জ কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে অবস্থান বলে বিবেচিত হয়। 

/এফইউ//
সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?