X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সু চি- সুষমার বৈঠকের আলোচনায় ‘রোহিঙ্গা’ ইস্যু

বিদেশ ডেস্ক
১১ মে ২০১৮, ২২:০০আপডেট : ১১ মে ২০১৮, ২২:০৯

দুইদিনের সফরে মিয়ানমারে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার তিনি দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা ছাড়াও রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে আলোচনা হয়েছে। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে রাখাইন থেকে পালিয়ে আসা মানুষদের ‘রোহিঙ্গা’ বলে আখ্যায়িত করা হয়নি। তাদের আলোচনায় রোহিঙ্গা ইস্যুকে রাখাইন রাজ্যের উন্নয়ন ও বাস্তুচ্যুত মানুষদের ফিরিয়ে আনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে বিবৃতিতে। মিয়ানমারে সুষমা- সু চি বৈঠক
সুষমা ও সু চির বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও আঞ্চলিক অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। আর নিউজ এইটটিনের খবরে বলা হয়েছে, রাখাইন রাজ্যের শান্তি, নিরাপত্তা উন্নয়নের বিষয়েও আলোচনা করেছেন তারা।

গত বছরের ২৫ আগস্টে রাখাইনে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার রোহিঙ্গাদের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ রোহিঙ্গা। এই ঘটনায় বিশ্ব সম্প্রদায় মিয়ানমারের সমালোচনায় মুখর হলেও অনেকটা নীরব থেকেছে ভারত। রাখাইনে সামরিক অভিযানকে সমর্থন জানিয়েছে দেশটি।

মোদি সরকারের ‘প্রতিবেশীই প্রথম নীতি’র আওতায় দুইদিনের সফরে বৃহস্পতিবার মিয়ানমার পৌঁছান সুষমা। ওই দিনই তিনি দেশটির প্রেসিডেন্ট উ ইউন মিন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

শুক্রবার সু চির সঙ্গে বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার টুইট বার্তায় বলেন, প্রতিবেশীই প্রথম! সফরের দ্বিতীয় দিনে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন সুষমা স্বরাজ। আলোচনায় বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

সরকারি বিবৃতির বরাত দিয়ে দ্য হিন্দু জানায়, বৈঠকে সীমানা ও সীমান্ত বিষয়ক ইস্যু, শান্তি ও নিরাপত্তা, বাস্তুচ্যুত মানুষের ফিরে আসাসহ রাখাইন রাজ্যের উন্নয়ন, মিয়ানমারকে ভারতের উন্নয়ন সহযোগিতা, চলমান প্রকল্পসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

নিউজ এইটটিন জানিয়েছে, শুক্রবার ভারত ও মিয়ানমারের মধ্যে মোট সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে স্থল সীমান্ত অতিক্রম বিষয়ক একটি চুক্তি রয়েছে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাখাইনের বুথিডাউং শহর দখলে নিলো আরাকান আর্মি
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত, ‘সুসংবাদের’ প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান শনাক্ত, ‘সুসংবাদের’ প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ