X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জিন্নাহ ছিলেন একজন ‘মহাপুরুষ’: বিজেপি এমপি সাবিত্রি

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৮, ১৪:০৮আপডেট : ১২ মে ২০১৮, ১৭:২০

ভারতের ক্ষমতাসীন বিজেপির এক সংসদ সদস্য সাবিত্রি বাই ফুলে বলেছেন, মোহাম্মদ আলি জিন্নাহ ছিলেন একজন মহাপুরুষ, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন। বিজেপি এমপির এই মন্তব্য পাকিস্তানের জাতির পিতাকে নিয়ে ভারতে চলমান রাজনৈতিক বিতর্কে সর্বশেষ সংযোজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সাবিত্রি বাই ফুলে সম্প্রতি আলিগড়ের বিজেপি এমপি সতীশ গৌতম আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে চিঠি লিখে জানতে চেয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে কেন জিন্নাহর ছবি রাখা হবে? কর্তৃপক্ষ এ বিষয়ে জানায়, জিন্নাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রশাসনের সদস্য ছিলেন এবং ৮০ বছর আগে ইউনিয়নের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল তাকে। এরপরই বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে ‘হিন্দু যুব বাহিনী’র নেতাকর্মীরা।

বৃহস্পতিবার উত্তর প্রদেশের বাহরাইচের সংসদ সদস্য সাবিত্রি বাই বলেন, জিন্নাহ ছিলেন মহাপুরুষ। তিনি দেশের জন্য লড়াই করেছেন। তার ছবি লোকসভার দেয়ালে লাগানো আছে। তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত। যেখানে প্রয়োজন তার ছবি লাগানো উচিত। দলিত ইস্যু থেকে নজর ফেরাতেই বিতর্ক তৈরি করা হচ্ছে। আমি এসবের সঙ্গে একমত নই।

সাবিত্রি বাই আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন। এ ধরনের মহাপুরুষদের অবশ্যই শ্রদ্ধা করা উচিত। দেশের স্বাধীনতার জন্য যেসব মানুষ ত্যাগ স্বীকার করেছেন তাদের অবশ্যই শ্রদ্ধা করা উচিত।

কয়েক সপ্তাহ ধরে সাবিত্রি বাই নিজ দলের সমালোচনা করছেন। দলিতদের প্রতি দলের মনোভাব নিয়ে কেন্দ্র ও উত্তর প্রদেশ রাজ্য বিজেপিকে লক্ষ্য করে সমালোচনা করছেন তিনি। এই সমালোচনা শুরু হয়েছে দলিতদের সঙ্গে বিজেপির নৈশভোজ নিয়ে।

এদিকে, বিজেপির আরেক এমপি শত্রুঘ্ন সিনহাও জিন্নাহ ইস্যুতে দলের অবস্থানের বিপরীতে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আচমকা বিশ্ববিদ্যালয়য়ের নাম পরিবর্তন ও কিছু লোক ছবি অপসারণের দাবি করছেন। কিন্তু কেন অপসারণ করা হবে? এত বছর ধরে সেখানে ওই ছবি আছে এবং সবকিছু তো ঠিকঠাক চলছিল। সূত্র: এনডিটিভি।

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
বাংলাদেশের আম নিতে চায় চীন
বাংলাদেশের আম নিতে চায় চীন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ