X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহে তৃতীয়বারের মতো হাসপাতালে মাহমুদ আব্বাস

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৮, ২২:১৫আপডেট : ২০ মে ২০১৮, ২২:১৯

এক সপ্তাহে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গত মঙ্গলবার কানের একটি ছোট অস্ত্রোপচারের পর জটিলতা দেখা দেওয়ায় তাকে আরও দুইবার হাসপাতালে যেতে হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের আল ইস্তিসারি হাসপাতালে তার ওই অস্ত্রোপচার সম্পন্ন হয়। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ওয়াফা’র খবরে বলা হয়, ৮২ বছর বয়সী মাহমুদ আব্বাস গত সপ্তাহে তার কানে একটি ছোট অস্ত্রোপচার করেন। এপর শনিবার দিবাগত রাতে অল্প সময়ের জন্য তিনি আবারও হাসপাতালে ভর্তি হন। রামাল্লায় ফিলিস্তিনের একজন কর্মকর্তা বলেন, রবিবার আব্বাসের আবারও জ্বর আসলে চিকিৎসকরা তাকে হাসপাতালে ফিরে যাওয়ার পরামর্শ দেন।

শনিবার দিবাগত রাতে ওয়াফা’র এক বিবৃতিতে বলা হয়,  কয়েকদিন আগে কানের অস্ত্রোপচারের পর্যবেক্ষণ চেকআপের জন্য আব্বাস আবারও হাসপাতালে গিয়েছিলেন। তবে ওই দিন পরীক্ষা করে তার অবস্থা ভাল বলে জানিয়েছিল চিকিৎসকরা। পরে আব্বাস হাসপাতাল ত্যাগ করেন।

রবিবার বিকালে ওয়াফা’র দ্বিতীয় বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আল ইস্তিসারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপক ডা. সাঈদ সারাহনেহ মাহমুদ আব্বাসের শারীরিক উন্নতির কথা জানিয়েছেন। মেডিক্যাল পরীক্ষায় তার অবস্থা ভাল বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, উচ্চ তাপমাত্রার কারণে আব্বাসের কানের প্রদাহ ভাল হতে দেরি হয়ে থাকতে পারে।

গত ফেব্রুয়ারি মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণকালে অসুস্থ হয়ে পড়েছিলেন মাহমুদ আব্বাস। তখন তাকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

২০০৪ সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট হন মাহমুদ আব্বাস। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছিলেন। তবে ২০১৪ সালে ওই সমঝোতা ভেস্তে যায়। আব্বাস ফিলিস্তিনি জাতিমুক্তি আন্দোলনের প্রধান সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন-পিএলও’র কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান। গত ৪ মে তিনি আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংগঠনটির প্রধান নির্বাচিত হন।

/আরএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ