X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি, আট মাসের শিশু নিহত

বিদেশ ডেস্ক
২২ মে ২০১৮, ১৬:৩৩আপডেট : ২৩ মে ২০১৮, ১৬:০৭
image

জম্মু-কাশ্মির সীমান্তে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গোলাগুলি চলার সময় আট মাস বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সোমবার (২১ মে) তাকে আহত অবস্থায় হাসপাতালের ভর্তি করা হয়েছিল। গ্রেটার কাশ্মিরকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল.ইন জানায়, মঙ্গলবার (২২ মে) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। রবিবার (২০ মে) থেকে শুরু হওয়া ওই গোলাগুলিতে আরও দুইজন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বাহিনী। এর জন্য পাকিস্তানি বাহিনীকে দায়ী করেছে তারা।

ভারত-পাকিস্তান সীমান্ত
কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান পারস্পরিক গোলাগুলির সমান্তরালে চলছে দোষারোপের খেলা। দিল্লি-ইসলামাবাদ এক বছরের মধ্যে ৪০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে পরস্পরের বিরুদ্ধে। উসকানির অভিযোগও করছে উভয় পক্ষই।  কাশ্মির সীমান্তে গত রবিবার থেকে ভারত-পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। আর এরইমধ্যে সে উত্তেজনার বলি হয়েছে আট মাসের এক শিশু।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানায়, জম্মু-কাশ্মিরের আখনুরের বাসিন্দা ছিল শিশুটি। ঘটনায় সময় সে তার মা-বাবার সঙ্গে ঘুমোচ্ছিল। ঘুমের মধ্যেই একটি গোলা এসে আঘাত করে তাকে। আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জীবনযুদ্ধে টিকে থাকা সম্ভব হয়নি তার। পাল্লানওয়ালা পুরিম পোস্টের অফিসার ইন চার্জ ইয়াশ পাল গ্রেটার কাশ্মিরকে জানান, চিকিৎসকরা মঙ্গলবার ওই শিশুকে মৃত ঘোষণা করেছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘আন্তঃসীমান্ত গোলাগুলি এবং শেল নিক্ষেপ অব্যাহত আছে এবং তা আখনুর থেকে সাম্বা পর্যন্ত সব সেক্টরে ছড়িয়ে পড়েছে।’

ভারতীয় বাহিনী ও পাকিস্তানি বাহিনীর মধ্যে রবিবার থেকে চলা গোলাগুলিতে কৌশল্যা দেবী নামের ৭০ বছর বয়সী এক নারী এবং মাদান লাল ভগত নামে আরনিয়ার পিন্ডি চরকান গ্রামের এক বাসিন্দা রয়েছেন। জম্মু পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস ডি সিং জামওয়াল বলেন, ভগতের বাড়িতে একটি মর্টার শেল আঘাত করার পর আহত হন তিনি। তাকে সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

/এফইউ/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বশেষ খবর
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা