X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আমাকে ভারতবিরোধী আখ্যা দেওয়া হাস্যকর: অরুন্ধতী রায়

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৮, ১১:০৯আপডেট : ০৭ জুন ২০১৮, ১৫:১৪
image

ভারতের প্রখ্যাত লেখক ও বিশ্বজুড়ে নন্দিত বুদ্ধিজীবী অরুন্ধতী রায় মন্তব্য করেছেন, তার মতো মানুষদের ভারতবিরোধী আখ্যা পাওয়াটা হাস্যকর  ভারতের ভূখণ্ড, প্রাকৃতিকতা, বৈচিত্র্য আর মানুষের লড়াইয়ের প্রতি নিজের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন বুকারজয়ী এই লেখক। বলেছেন, ভারতের প্রতি ভালোবাসার কারণেই তিনি ওই ভূখণ্ডের মানুষ-প্রাকৃতিক সম্পদ আর বৈচিত্র্যের পক্ষে লড়ছেন। প্রকাশিত দ্বিতীয় উপন্যাস মিনিস্ট্রি অব আটমোস্ট হ্যাপিনেস নিয়ে  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অরুন্ধতী।  ‘বিবিসি নাইট’ নামের অনুষ্ঠানের পক্ষে তার সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক ইভান ডেভিস।
বিবিসি নাইট অনুষ্ঠানে অরুন্ধতী রায়

একজন বুদ্ধিজীবী হিসেবে বিশ্বজুড়ে অরুন্ধতী এক পরিচিত নাম। নিজ রাষ্ট্র ভারত থেকে শুরু করে যুক্তরাষ্ট্রসহ দুনিয়ার সব পরাক্রমশালী রাষ্ট্রের ভূমিকা নিয়ে ক্রমাগত প্রশ্ন তুলে যাচ্ছেন তিনি। ইরাক-আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন পররাষ্ট্রনীতির বিরুদ্ধে কলম ধরেছেন শাণিতভাবে। ন্যায়-সমতা আর মুক্ত পৃথিবীর পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর অরুন্ধতী রায়ের প্রথম উপন্যাস ‘গড অফ স্মল থিংস’ প্রকাশিত হয়েছিল ১৯৯৭ সালে। এর ২০ বছর পর ২০১৭ সালের জুনে প্রকাশিত হয় তার দ্বিতীয় উপন্যাস ‘দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস’। সেই উপন্যাস নিয়েই বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন অরুন্ধতী।

কাশ্মিরের জনতার আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নে অরুন্ধতী দাঁড়িয়েছেন নিজ রাষ্ট্রের বিরুদ্ধে। ভারতের মাওবাদী আন্দোলন নিয়ে মূলধারার বুদ্ধিজীবীদের এবং স্টাবলিশমেন্টের বিরুদ্ধে ভয়াবহ অবস্থান নিয়েছেন তিনি। পেয়েছেন ‘রাষ্ট্রোদ্রাহিতা’র খেতাব। এসব বিভিন্ন বিষয়ে লেখা তার বহু রচনা নিয়ে বই প্রকাশিত হয়েছে। বিপুল পরিমাণ পাঠক তা সাদরে গ্রহণও করেছেন।  ভারতে তার কাজের মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে অরুন্ধতী বিবিসির সাংবাদিক ইভান ডেভিসকে বলেন, ‘আমার মতো মানুষকে ভারতবিরোধী-জাতিবিরোধী আখ্যা দেওয়াটা একটা বড় রকমের তামাশা। অথচ আমরাই এই ভূখণ্ডকে ভালবাসি। একটা জাতি হিসেবে কিংবা সরকারের কিছু নীতি-পরিকল্পনার সমর্থক হিসেবে নয়।'
মানবতার পক্ষে সোচ্চার এই অ্যাকটিভিস্ট বলেন, ‘আমরা ভালোবাসি এখানকার গান-কবিতা-নদী। আমরা লড়ছি এখানকার নদী-পাহাড়-মানুষ আর বৈচিত্র্যের জন্য, যা ভারতকে সুন্দর করে তুলেছে। অরুন্ধতী বলেন, ভারতের জন্য তার মতো মানুষদের লড়াই সেই ভালোবাসারই সাক্ষ্য। লড়াই ছাড়া আমাদের আর কোনও পথ নাই। যা আমরা ভালোবাসি, তার সুরক্ষা নিশ্চিত করার লড়াইটাই বড় কথা। 

বিবিসিকে দেওয়া অরুন্ধতীর সাক্ষাৎকারে ভারতের রাষ্ট্রকাঠামো আর বাজারমুখী বিশ্বব্যবস্থার কথা উঠে আসে। কাশ্মির প্রসঙ্গও আলোচনায় আসে। ভারতের রাষ্ট্রীয় কাঠামোর সাম্প্রতিক হালচাল নিয়ে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গেও কথা বলেন তিনি।   অরুন্ধতী বিবিসি সাংবাদিককে জানান, তার ভূমিকা নিয়ে মানুষের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া আছে। ‘কেবল আমি নই, যারাই সরকারের নীতিপরিকল্পনার বিরোধিতা করে, তারাই নির্বোধ আখ্যা পায়। তবে আমার মনে হয়, সেই নির্বোধ কাজটিই বারংবার করা উচিত আমাদের।‘

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বশেষ খবর
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
চাইলেই কি বনের আগুন প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস