X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অস্ত্রবিরতি পরবর্তী তালেবান হামলায় ৩০ আফগান নিরাপত্তাকর্মী নিহত

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৮, ১৬:৫৩আপডেট : ২০ জুন ২০১৮, ১৬:৫৯
image

অস্ত্রবিরতি পরবর্তী তালেবান হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছে। বুধবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশে হামলা চালায় সশস্ত্র এই গোষ্ঠী। রবিবার তাদের ঘোষিত অস্ত্রবিরতি কর্মসূচি শেষ হওয়ার ২ দিন পর চালানো এই হামলার খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।  রাজ্যের গভর্নর আব্দুল কাফুর মালিকজাই আলজাজিরাকে এই হামলার খবর নিশ্চিত করেছেন। তবে তালেবানের পক্ষ থেকে এখনও হামলার ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
ফাইল ছবিতে তালেবান যোদ্ধারা

গত ৭ জুন (বৃহস্পতিবার) আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি  আগামী ২০ জুন পর্যন্ত তালেবানের সঙ্গে অস্ত্রবিরতি কার্যকরের ঘোষণা দেন। দুই দিন পর ৯ জুন (শনিবার) তালেবানের পক্ষ থেকে জানানো হয়,  ঈদের ছুটির দিনগুলোতে (৩ দিন) তারা তাদের কার্যক্রম বন্ধ রাখবে। আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি অপেক্ষাকৃত দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতির প্রস্তাব দিলেও তালেবান সম্মত হয়েছিল ৩ দিনের অস্ত্রবিরতিতে। তাদের দিক থেকে রবিবারই ‘অস্ত্রবিরতি’র মেয়াদ শেষ হয়। এদিন থেকে আবারও অস্ত্র হাতে নেওয়া নির্দেশ দেওয়া হয় দলীয় সদস্যদের। সেই ধারাবাহিকতায় বুধবার আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা সংঘটিত হলো। এদিন হামলার পাশাপাশি এক বিবৃতিতে তালেবানরা মার্কিন বাহিনীর সঙ্গে শান্তির আলোচনার পূর্বশর্ত হিসেবে অন্য সামরিক ফোর্সের আফগানিস্তান ত্যাগ করার দাবি জানায়।

এ পরিস্থিতির মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশে পর পর দুই দিন আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গত শনিবার রোববারের ওই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। হতাহতদের মধ্যে বেসামরিক লোকজনের পাশাপাশি সরকারি সেনা ও তালেবানের যোদ্ধাও রয়েছে।

প্রসঙ্গত ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর তালেবানরা পশ্চিমা সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে একটি রক্তাক্ত সশস্ত্র বিদ্রোহের সৃষ্টি করে। অস্ত্রবিরতি চলাকালে সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের ঐক্যবদ্ধ ঈদ উদযাপনের বেশ কিছু ভিডিও ও ছবি প্রকাশ করে স্থানীয় সংবাদমাধ্যম। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দুই বাহিনীর সদস্যদের কোলাকুলির খবর প্রকাশিত হয়। বিভিন্ন শহরে জনতা চিৎকার করে ও শিস দিয়ে আফগান যোদ্ধাদের স্বাগত জানায়। জালালাবাদে তারা ফল ও মিষ্টি দিয়ে তালেবান যোদ্ধাদের বরণ করে নেয়। এরপর রবিবার রাত থেকে অস্ত্রবিরতি তুলে নেওয়ার ঘোষণা দেয় তালেবান।

 

/বিএ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস