X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৮, ১৪:৩২আপডেট : ২২ জুন ২০১৮, ১৪:৩৫

রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। সারা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন থেকে এক লাখ ডলারের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দেশটির বিচার মন্ত্রণালয় জানায়, সারা নেতানিয়াহুর বিরুদ্ধে ব্রিচ অব ট্রাস্টের অভিযোগও আনা হযেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সারা নেতানিয়াহু। তার আইনজীবীরা বলেন, এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

বহস্পতিবার প্রধানমন্ত্রীর দফরের মহাপরিচালক এজরা সিডফ ও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। জেরুজালেমের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দফতর থেকে জানানো হয়, সিডফ ও সারাহ নেতানিয়াহুর বিরুদ্ধে সব অভিযোগ ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পরই মামলার সিদ্ধান্ত নেয়া হয়।

গত বছর অ্যাটর্নি জেনারেল আভিচাই মানদেলব্লিত ঘোষণা দিয়েছিলেন যে তারা সারা  নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে মামলা করার বিষয়টি বিবেচনা করছেন।

মামলার এজহার থেকে জানা যায়, সারা নেতানিয়াহু ও সিডফ প্রধানমন্ত্রী বাসভবন ও ব্যাক্তিগত রাধুনি নিয়োগের জন্য রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নেন। এরপর আবার বাসভবনের জন্য আলাদা রাধুনি নিয়োগ দিতে অর্থ ব্যয় করা হয়। তবে দুটো বিষয়ের জন্য রাষ্ট্রীয় অর্থায়ন অনুমিত নয়।

অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, এভাবে ৩ লাখ ৫৯ হাজার শেকেল বা এক লাখ মার্কিন ডলারের অনিয়ম ধরা পড়েছে।

স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি একে পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে অভিহিত করেছেন। ফেসবুকে তিনি বলেন, ‘সারা নেতানিয়াহু একজন সম্মানিত নারী। তার কোনও ভুল ছিল না।’

সারা’র আইনজীবীদের দাবি, তিনি কোনও ব্রিচ অব ট্রাস্ট অভিযোগে অভিযুক্ত হতে পারেন না। কারণ তিনি এসব প্রক্রিয়া সম্পর্কে অবগত নন।

/এমএইচ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের