X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ভারত

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৮, ১৮:৩০আপডেট : ২৬ জুন ২০১৮, ২০:০৭

বিশ্বে নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হচ্ছে ভারত। দক্ষিণ এশিয়ার এই দেশটির নারীরাই সবচেয়ে বেশি সহিংসতা ও নিপীড়নের শিকার বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি থমসন রয়টার্স ফাউন্ডেশন প্রকাশিত এক তালিকায় দেখা যায়, নারীদের জন্য বিপজ্জনক বিশ্বের এমন ১০টি দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে ভারত।

 

নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ভারত

তালিকায় ভারতের পরেই রয়েছে আফগানিস্তানের নাম। তারপরই রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। এরপর যথাক্রমে সোমালিয়া, সৌদি আরব, পাকিস্তান, ডিআর কঙ্গো, ইয়েমেন ও নাইজেরিয়া। প্রথম দশে একমাত্র পশ্চিমা দেশ হিসেবে আছে যুক্তরাষ্ট্র।

এই তালিকা তৈরিতে অংশ নিয়েছেন বিশ্বের ৫৫০ জন বিশেষজ্ঞ। এখানে হিসাব করা হয়েছে যৌন নিপীড়ন, পাচার, জোরপূর্বক শ্রম, বলপূর্বক বিয়ে, যৌন দাসত্ব ও ঘরোয়া সহিংসতার শিকার।

এছাড়া সাংস্কৃতিক রীতি অনুযায়ী নারীরা কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে সেটাও আমলে নেওয়া হয়েছে।

জরিপ অনুযায়ী, ভারত নারী সুরক্ষায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শত কোটিরও বেশি জনসংখ্যার দেশটিতে দিনের পর দিন বাড়ছে ধর্ষণের ঘটনা। শিশুনিগ্রহও চলছে। তাদের দাবি, ভারতের বিভিন্ন রাজ্যে এখনো পণ্য হিসেবে বিক্রি করা হয় নারীদের। তবে এর বিরুদ্ধে তেমনভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলেই অভিযোগ। গ্রেফতার হয় না অপরাধী। হলেও জামিন পেয়ে ফের একই অপরাধ করেছে ধর্ষক ও নির্যাতনকারীরা। দেশটিতে পুলিশের কাছে অভিযোগ জানাতে যেতে চান না নিগৃহীতা বা তার পরিবার।

সাত বছর আগে এই একই জরিপে ভারত চতুর্থ অবস্থানে ছিল। ২০১২ সালে ভারতের ধর্ষণ এবং যৌন অত্যাচারের বিষয়টা সামনে চলে আসে, যখন নয়াদিল্লিতে পাবলিক বাসে এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে।

তালিকার ১০টি দেশের ৯টিই এশিয়া, আফ্রিকা কিংবা মধ্যপ্রাচ্য থেকে। শুধু যুক্তরাষ্ট্রই পাশ্চাত্যের। ফাউন্ডেশনটি জানায়, #মিটু আন্দোলন সরাসরি এই তালিকার সঙ্গে সম্পৃক্ত। আফগানিস্তানে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হন নারীরা। তবে এটা যৌন সহিংসতা নয়। যুদ্ধ সহিংসতার শিকার তারা। পান না সঠিক স্বাস্থ্যসেবাও। এরপরই রয়েছে আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। সেখানেও নারীরা যুদ্ধ সহিংসতার শিকার। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তারা।

থমসন রয়টার্স ফাউন্ডেশন জানায়, , ‘২০৩০ সালের মধ্যে নারী নির্যাতন এবং বৈষম্য দূর করার সংকল্প নিয়েছেন বিশ্বনেতারা। নারীরা যেন স্বাধীনভাবে রাজনৈতিক, আর্থিক এবং সামাজিক জীবনযাপন করতে পারে সেই চেষ্টা করবেন তারা। তবে তাদের সংকল্প থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে, সারা বিশ্বে প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনও না কোনও সময়ে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়।

প্রতিবেদনে বলা হয়, এখনও বাল্যবিবাহ বিদ্যমান। ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায় প্রায় ৭৫ কোটি নারীর। ফলে পড়াশোনার সুযোগ হয় না তাদের। তৈরি হয় স্বাস্থ্যঝুঁকি।

/এমএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
কাঁটাতার পেরিয়ে ভোট দিলেন তারা
আমি মুসলিম ও ইসলামবিরোধী নই: মোদি
লোকসভা নির্বাচন: বিপুল ভোটে জিততে যে পরিকল্পনা মোদি ও বিজেপির
সর্বশেষ খবর
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
জিসিসি’র সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল