X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় বাস্তুচ্যুতদের নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৮, ২২:০৪আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২২:১০

সিরিয়ার ডেরা প্রদেশে সরকারি বাহিনীর হামলায় পালিয়ে যাওয়া লাখ লাখ সিরীয়দের জন্য উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তারা জানায়, প্রায় ২ লাখ ৭০ হাজার সিরীয় জর্ডান সীমান্তে পালিয়ে গেছে।

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় বাস্তুচ্যুতদের নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ গত ১৯ জুন আসাদ বাহিনী ডেরার নিয়ন্ত্রণ নিতে লড়াই জোরালো করে। এতে করে জর্ডানের অভিমুখে নতুন করে শরণার্থী ঢল শুরু হয়। আসাদ বাহিনী ডেরার  নিয়ন্ত্রণ নিতে সমর্থ হলেও কুনিয়েত্রা প্রদেশ এবং সেইদা প্রদেশের আংশ বিশেষে এখনও বিদ্রোহীদের সঙ্গে লড়াই চলছে। গত দুই সপ্তাহে সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান ও স্থল হামলা থেকে বাঁচতে ২ লাখ ৭০ হাজার সিরীয় পালিয়ে বেড়াচ্ছেন। জাতিসংঘের মতে তাদের অর্ধেকই শিশু।

জাতিসংঘের মানবাধিকার কমিশন ইউএনএইচসিআর জানায়, প্রায় ৪০ হাজার সিরীয় জর্ডান সীমান্তে অবস্থান করছে। ইতোমধ্যে দেশটিতে সাড়ে ছয় লাখ নিবন্ধিত সিরীয় শরণার্থী রয়েছেন। জর্ডানে জাতিসংঘের আবাসন ও মানবাধিকার বিষয়ক সমন্বয়ক অ্যান্ডার্স পেডারসেন বলেন, সংকট শুরুর পর এটাই সিরিয়ায় সবচেয়ে বড় বাস্তুচ্যুত হওয়ার ঘটনা। 

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, সিরিয়ায় তারা মানবিক সহায়তা দিতে প্রস্তুত। তারা সিরীয় সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছেন।

রাশিয়ার বিমান বাহিনীর সমর্থনে চালানো এই অভিযানের কারণে হাজার হাজার সিরীয় নাগরিক জর্ডান সীমান্তে জড়ো হয়েছে। তবে জর্ডান তাদের প্রবেশে বাধা দিচ্ছে। আগে থেকে কয়েক লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়া দেশটি দাবি করছে আরও বেশি শরণার্থী সামলানোর মতো সম্পদ নেই তাদের। দেশটি জানায়, ইতিমধ্যে জর্ডানে ১৩ লাখ সিরীয় রয়েছে। নতুন শরণার্থীদের জন্য এখনও সীমান্ত খোলেনি তারা।

গত দুই মাসে বাস্তুচ্যুতদের মানবিক সহায়তা দিচ্ছে জাতিসংঘও। পেডারসন বলেন, বাস্তুচ্যুত শিশুরা পানিশূন্যতা ও ডায়রিয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেস, ‘জাতিসংঘ সহায়তা করতে প্রস্তুত। তবে একইসময়ে আমরা মনে করিয়ে নিতে চাই এই সংকটের জন্য দায়ী সবাইকে সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।’ এই সংকটের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

/এমএইচ
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি