X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের সময়সীমা নেই: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৮, ১১:৪০আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১১:৪৪

উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ ‘খুব দ্রুত শুরু হতে পারে’ এমন ইঙ্গিত দিয়ে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন এর জন্য কোনও সময়সীমা নেই। এমনকি এনিয়ে কোনও তাড়াহুড়া নেই বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি। গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বড় অংশ জুড়ে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেছেন, এই প্রক্রিয়ায় পুতিন তার সঙ্গে রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিবিসি এসব খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

গত মাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে করেন ট্রাম্প। ওই বৈঠকে কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হয়। ১২ জুনের ওই বৈঠকে কোনও সময় সীমা বা কখন এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে সূচি বলা হয়নি। তবে বৈঠকের পর দ্রুত এই প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। বৈঠকের পর এই প্রক্রিয়ায় খুব সামান্যই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার তরফে বলা হয় যুক্তরাষ্ট্রের আচরণ ‘গ্যাংস্টারের মতো’। তবে মঙ্গলবার ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার সবকিছু ঠিকঠাক যাচ্ছে। সাংবাদিকদের তিনি বলেছেন, আমাদের কোনও সময় সীমা নেই, কোনও গতি সীমা নেই। আলোচনা চলছে আর তারা খুব, খুব ভালো করছে।

ট্রাম্প বলেন, ‘অবরোধ এখনও বহাল রয়েছে। জিম্মিরা ফিরে এসেছে। তারা নতুন কোনও পরীক্ষা চালায়নি। গত নয় মাস ধরে নতুন করে রকেট উৎক্ষেপণ করেনি। আর আমার মনে হয় সম্পর্ক ভালো রয়েছে। সুতরাং আমরা দেখছি এটা কেমন চলে।’

ট্রাম্প বলেন, এই সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার বড় বিষয়ের একটি ছিল উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি। তিনি বলেন, ‘ এই প্রক্রিয়ায় প্রেসিডেন্ট পুতিন এমনভাবে সম্পৃকত্ হতে যাচ্ছেন যেন তিনি আমাদের সঙ্গেই রয়েছেন।’

গত সপ্তাহে যুক্তরাজ্যে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন ‘অন্য যে কারো চেয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় সময় বেশি লাগবে।’ আর ১২ জুনের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন ২০২০ সালৈর শেষ নাগাদ উত্তর কোরিয়ার বড় ধরণের পারমাণবিক নিরস্ত্রীকরণের আশা করেন তিনি।

 

/জেজে/
সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ