X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ব্রিকস সম্মেলন সামনে রেখে আমিরাত ও আফ্রিকা সফরে চীনের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৮, ১৭:৪০আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৭:৪৫

আগামী ২৫ থেকে ২৭ জুলাই দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে বিশ্বের উদীয়মান পাঁচ অর্থনৈতিক পরাশক্তির জোট ব্রিকসের দশম সম্মেলন। এই সম্মেলন সামনে রেখে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সফর শুরু করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানয়ো বলেছেন, গত মার্চে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফর শুরু করেছেন ১৯ জুলাই। মধ্যপ্রাচ্যের আরিব আমিরাত থেকে শুরু করা এই সফরে চীনা প্রেসিডেন্টের পরবর্তী গন্তব্য সেনেগাল, রুয়ান্ডা ও দক্ষিণ আফ্রিকা। ব্রিকস সম্মেলন শেষে মরিশাস সফর করে দেশে ফেরার কথা রয়েছে তার। দীর্ঘ এই সফরে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও বেল্ট এন্ড রোড প্রকল্প নিয়ে আলোচনার কথাও রয়েছে চীনের প্রেসিডেন্টের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
গত ২৯ বছরের মধ্যে প্রথম চীনা প্রেসিডেন্ট হিসাবে বৃহস্পতিবার আরব আমিরাতে পৌঁছান শি জিনপিং। সেখানে তার আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম ও আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানয়ো শুক্রবার বলেছেন, এসব বৈঠকে দুই পক্ষ বেশ কয়েকটি পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। এর মধ্যে দুই পক্ষ মিলে বেল্ট এন্ড রোড তৈরি, জ্বালানি, কৃষি, অর্থনীতি, বৈজ্ঞানিক গবেষণা, মানবিক সহায়তাসহ বেশ কয়েকটি ক্ষেত্রে উৎপাদন সক্ষমতা বাড়াতে সহায়তার ক্ষেত্র নিয়ে আলোচনা করবে।

কং জুয়ানয়ো শুক্রবার বলেছেন, প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে আরব আমিরাতের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরালো, উপসাগরীয় এলাকায় বেল্ট এন্ড রোড প্রকল্প সম্প্রসারণ, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা এবং চীন ও আফ্রিকার সমন্বিত ভবিষ্যতের তৈরির কাজে গতি আনবে।

আমিরাত সফর শেষে চীনা প্রেসিডেন্ট যাবেন পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে। দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সালের সঙ্গে বৈঠকে শি জিনপিং দ্বিপক্ষীয় সহায়তার ক্ষেত্র নিয়ে আলোচনা ছাড়াও আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। সফরে বেশ কয়েকটি সহায়তা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

সেনেগাল থেকে প্রথমবারের মতো কোনও চীনা প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং যাবেন আরেক আফ্রিকান দেশ রুয়ান্ডায়। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠকের পর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি নথি স্বাক্ষরের কথা রয়েছে।

ব্রিকশ সম্মেলন শুরুর আগেই তৃতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকা সফরে পৌঁছাবেন শি জিনপিং। দুই দেশরে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে যোগ দেবেন তিনি। এছাড়াও রাজনৈতিক স্বার্থগত বিশ্বাস উন্নয়ন নিয়েও তাদের আলোচনার কথা রয়েছে।

এরপর জোহানেসবার্গে দুই দিনের ব্রিকস সম্মেলনে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট। সংস্থার দশম এই সম্মেলনে জোটভুক্ত দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া ও ভারতের নেতারাও যোগ দেবেন।

ব্রিকস সম্মেলন শেষে মরিশাস সফর করে দেশে ফেরার কথা রয়েছে চীনের প্রেসিডেন্টের।

 

/জেজে/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষ্ট করা হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড