X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অমুসলিম প্রার্থীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইরান

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৮, ১৬:০৮আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৬:১৪
image

ইরানের একটি শহরে সিটি কাউন্সিল নির্বাচনে জয়ী হওয়ার পরও নিষেধাজ্ঞার শিকার হয়েছিলেন জরাথ্রুস্টবাদ ধর্মের একজন অনুসারী। শনিবার তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে দেশটির উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, অমুসলিম হওয়ার কারণে তাকে বরখাস্ত করেছিল ইরানের ‘গার্ডিয়ান কাউন্সিল।’ তাদের এ সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
অমুসলিম প্রার্থীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইরান

ইসলামের আগমনের পূর্বে জরাথ্রুস্টবাদ ইরানের প্রধান ধর্ম ছিল। সরকারি হিসেব মতে এখন দেশটিতে জরাথ্রুস্টবাদের অনুসারী মাত্র ২৫ হাজার। সেপান্তা নিকনাম জরাথ্রুস্টবাদ ধর্মের একজন অনুসারী। ইরানের ইয়াজ শহরের কাউন্সিল নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। কিন্তু ‘গার্ডিয়ান কাউন্সিল’ তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল এই বলে যে স্থানীয় নির্বাচনে শুধুমাত্র মুসলমানরাই প্রার্থী হতে পারে। তাদের এ সিদ্ধান্তে ইরানের সংস্কারবাদী ও সাধারণ মানুষের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়। প্রেসিডেন্ট হাসান রুহানি সংসদের স্পিকারের সঙ্গে এ বিষয়ে কথা বলেন এবং জানান সেপান্তা নিকনামের ওপর থাকা নিষেধাজ্ঞা দুঃখজনক। পরবর্তীতে দেশটির সংসদ ও ‘গার্ডিয়ান কাউন্সিলের’ মধ্যে হওয়া মতবিরোধ নিরসনে ক্ষমতাপ্রাপ্ত ‘এক্সপেডিয়েন্সি কাউন্সিল’ ওই নিষেধাজ্ঞা রদ করে দেয়।

গার্ডিয়ান কাউন্সিল ইরানের অত্যন্ত শক্তিশালী কর্তৃপক্ষ। গার্ডিয়ান কাউন্সিলে রয়েছেন ১২ জন সদস্য। এদের ছয় জন ফিকাহ বিশেষজ্ঞ এবং ছয় জন বিচারপতি।  জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও প্রার্থীদের অনুমোদন দেওয়ার ক্ষমতা রয়েছে তাদের হাতে। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গার্ডিয়ান কাউন্সিলের শুধু জাতীয় নির্বাচনের ক্ষেত্রেই ক্ষমতা প্রয়োগের এখতিয়ার রয়েছে, স্থানীয় নির্বাচনে নয়, এমন যুক্তি দেখিয়ে সংসদ গার্ডিয়ান কাউন্সিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। কিন্তু নিকনামের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সেটা যথেষ্ট ছিল না।
অমুসলিম প্রার্থীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ইরান

২১ জুলাই এক্সপেডিয়েন্সি কাউন্সিল এ বিষয়ে তাদের সিদ্ধান্ত ঘোষণা করে, যার মাধ্যমে নিকনামের জন্য আবার স্বপদে আসীনের পথ উন্মুক্ত হয়। এক্সপেডিয়েন্সি কাউন্সিলের মাজিদ আনসারি ওই নিষেধাজ্ঞা রদের ঘোষণা দেন। আনসারি বলেছেন, ‘ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ১৯৯৬ সালের আইন এখনও কার্যকর রয়েছে। তারা তাদের শহরে স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারেন।’

/এএমএ/বিএ/
সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?