X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

গর্ভপাতের দায়ে ধর্ষণের ‍শিকার কিশোরীর কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৮, ১৯:১৯আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৯:২১

ইন্দোনেশিয়ায় বড় ভাইয়ের হাতে ধর্ষণের শিকার হওয়ার পর গর্ভপাত করায় ১৫ বছরের এক কিশোরীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঘোষিত ওই রায়ে তার ১৭ বছর বয়সী ভাইকে ধর্ষণের দায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গর্ভপাতের দায়ে ধর্ষণের ‍শিকার কিশোরীর কারাদণ্ড

সুমাত্রা দ্বীপের মুয়ারা বুলিয়ান জেলা আদালতের মুখপাত্র আরিফ বুদিমান শনিবার বলেন, শিশু সুরক্ষা আইনের আওতায় মেয়েটির বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ আনা হয়েছে। আর নাবালিকার ও যৌন নির্যাতনের দায়ে তার ভাইকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নারীর জীবন ঝুঁকিতে না পড়া বা ধর্ষণের পর বিশেষ পরিস্থিতিতে না পড়া পর্যন্ত ইন্দোনেশিয়ায় গর্ভপাত নিষিদ্ধ। আইন অনুযায়ী, নিবন্ধিত পেশাদার চিকিৎসকের মাধ্যমে এই গর্ভপাত ঘটাতে হবে। আর অবশ্যই গর্ভধারণের ৬ সপ্তাহের মধ্যে তা করতে হবে। এছাড়া পরবর্তীতে এসব নারীকে অবশ্যই কাউন্সিলিংয়ের আওতায় আনতে হবে।

বুদিমান বলেন, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ওই মেয়েটিকে ৮ বার ধর্ষণ করে তার ভাই। আর গর্ভবতী হওয়ার ৬ মাস পর সে গর্ভপাত করেছে। আর এই কাজে সহায়তা করায় তার মায়ের বিরুদ্ধে আলাদা অভিযোগ আনা হয়েছে।

গত জুন মাসে জাম্বি প্রদেশের পুলাও গ্রামের পাশে পাম ওয়েল গাছের একটি বাগানে একটি ভ্রুণ পাওয়ার ওই দুই ভাই-বোনকে গ্রেফতার করে পুলিশ। পরে রাষ্ট্রপক্ষের কৌশুলি ওই মেয়েকে এক বছর ও তার ভাইকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন করেছিল। তবে ঘোষিত রায়ের বিরুদ্ধে তারা আপিল করা সুযোগ পাবে।

বৈশ্বিক স্বাস্থ্য কর্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই ইন্দোনেশিয়ার গর্ভপাত আইনের সমালোচনা করে আসছে। তাদের অভিযোগ, এই আইনের মাধ্যমে নারীর পুনরুৎপাদনশীল স্বাস্থ্যের অধিকার খর্ব করেছে। এর ফলে অনেক নারী অবৈধ ক্লিনিকগুলোতে বিপদজনকভাবে গর্ভপাত করতে বাধ্য হচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, দেশটিতে মাতৃত্বজনিত মৃত্যুর ৩০ থেকে ৫০ ভাগের কারণ এসব অবৈধ গর্ভপাত।

/আরএ/
সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?